Wednesday, January 23, 2013

আদিবাসী মানবাধিকারকর্মীকে গ্রেফতারপূর্বক নির্যাতন করায় জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন!

 


সরকারী কাজে বাঁধাদান ও সরকারী কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার মিথ্যে অভিযোগে মানবাধিকারকর্মী গনেশ রাজবংশীকে থানা হেফাজতে নির্যাতন করায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর ভাবে উদ্বিগ্ন। জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত এক বিবৃতিতে অবিলম্বে রাজবংশী ভ্রাতাদ্বয়ের মুক্তির জোড় দাবী জানিয়েছেন। তাছাড়া, নির্যতনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপসহ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নির্যাতনকারী পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।  

ঘটনায় জানা যায়, গতকাল ২২ জানুয়ারী ২০১৩ ইং তারিখ বিকেল আনুমানিক ৫.২৫ মিনিটে মানিকগঞ্জ সদর থানাধীন বালিরটেক বাজারে অবস্থান করাকালীন কতিপয় পুলিশসদস্য গণেশ রাজবংশীকে অতর্কিতভাবে গ্রেফতারের চেষ্ঠা করে। সে সময় মি. রাজবংশী তাকে অন্যায়ভাবে মারপিট ও গ্রেফতারের কারণ জানতে চাইলে তারা এলোপাথারী মারপিট করতে থাকে। সেসময় তার সাথে থাকে ছোটভাই নরেন রাজবংশী এগিয়ে আসলে তাকেও মারপিট করে গ্রেফতার করে হরিরামপুর, মানিকগঞ্জ থানায় নিয়ে যায়। থানা কাস্টডিতে রাতভর তাদের নির্যাতন করে আজ সকালে মানিকগঞ্জ সদর থানায় প্রেরণ করে। ইচ্ছাকৃতভাবে পুলিশের উপর আক্রমণ করে আঘাত করেছে মর্মে স্বীকারোক্তি আদায়ের উদ্দ্যেশে মানিকগঞ্জ সদর থানায় আজ সারাদিন রাজবংশী ভ্রাতাদ্ব্য়কে দফায় দফায় নির্যাতন করে বেআইনী জনতাবদ্ধে গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতারে বাঁধাদান ও কর্তব্যরত পুলিশ অফিসারকে যখম করার মিথ্যে অভিযোগে দণ্ডবিধির ১৪৩/২২৫(খ)/৩৩২ ধারায় মানিকগঞ্জসদর থানার মামলা নং ৩৬/১৩ দায়ের করে বিকেলে ৭ দিনের রিম্যান্ড চেয়ে মানিকগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করে। বিজ্ঞ আদালত আগামীকাল ২৪ জানুয়ারী ২০১৩ ইং তারিখে রিম্যান্ড শুনানীর দিন ধার্য করে তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশনা প্রদান করেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মি. গণেশের ছোট বোন অপহরনপূর্বক শ্লীনতাহানীর শিকার হলে তিনি সে বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন, যা বর্তমানে মানিকগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে বিচারাধীন আছে।মামলাটি উঠিয়ে নেওয়ার জন্য এলাকার কতিপয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে প্রলোভন দেখানোসহ চাপ প্রয়োগ করে আসছে।তাতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে।

তারই ধারাবাহিকতায় গত ০৭/০৬/২০১২ ইং তারিখে সাদা পোষাকের পুলিশের সহযোগীতায় তাকে হত্যার উদ্দেশ্যে অপহরন করে প্রচণ্ড নির্যাতন করে। সে বিষয়ে ঢাকাস্থ হাজারীবাগ থানায় একটি ফৌজদ্বারী মামলা করলেও অজ্ঞাত কারনে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাছাড়া গত ২০ জানুয়ারী ২০১৩ ইং তারিখে কতিপর সন্ত্রাসী মি. গণেশকে অপহরন করে প্রচন্ড নির্যাতন করে। সে বিষয়ে ঢাকাস্থ নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করতে চাইলে অজ্ঞাত কারনে তা মামলা হিসেবে গ্রহণ না করেসাধারণ ডায়েরী হিসেবে নথিভুক্ত করেন। আরো জানতে: http://justicemakersbd.blogspot.com/2012/07/blog-post_25.html

Friday, January 11, 2013

URGENT APPEAL: Take all necessary measures to guarantee the physical and psychological integrity and security of Mr. Islam and his family

 The Dutch Lawyers for Lawyers Foundation (“Stichting Advocaten voor Advocaten”) is an independent and non-political foundation which seeks to promote the proper functioning of the rule of law by pursuing freedom and independence of the legal profession. The Foundation does this by supporting lawyers worldwide who are threatened or suppressed in the execution of their profession.

According to our information, Shahanur Islam Saikot has received several death threatsover the last 4 years, the most recent ones dating from 7 December 2012. In light of the aforementioned incidents, Mr. Islam filed a complaint at the Mohammadpur police station, reporting on the threats he had received and calling for the immediate arrest of the alleged perpetrator. However, no action was undertaken yet to ensure his safety and that of his family, or to start an investigation on the death threats.

Ms. Sheikh Hasina
Prime Minister
Office of the Prime Minister
Gona Bhaban
Old Sangsad Bhaban, Tejgaon
DHAKA, BANGLADESH
Fax: +880 2 8113243
Email: info@pmo.gov.bd
Amsterdam, 21 December 2012
Subject: Mr. Shahanur Islam Saikot

Your Excellency,

The Dutch Lawyers for Lawyers Foundation (“Stichting Advocaten voor Advocaten”) is an independent and non-political foundation which seeks to promote the proper functioning of the rule of law by pursuing freedom and independence of the legal profession. The Foundation does this by supporting lawyers worldwide who are threatened or suppressed in the execution of their profession.

On behalf of the Foundation, we write you in respect of our colleague, Shahanur Islam Saikot, a respected human rights lawyer.

Mr. Islam is a lawyer and the executive director of the Bangladesh Institute of Human Rights. He has accomplished extensive human rights work notably relating to minorities’ rights in Bangladesh.

According to our information, Shahanur Islam Saikot has received several death threatsover the last 4 years, the most recent ones dating from 7 December 2012. In light of the aforementioned incidents, Mr. Islam filed a complaint at the Mohammadpur police station, reporting on the threats he had received and calling for the immediate arrest of the alleged perpetrator. However, no action was undertaken yet to ensure his safety and that of his family, or to start an investigation on the death threats.

In this context, we urge the government of Bangladesh to recognize the valuable role played by human rights lawyers and to promote and support their work in line with the Basic Principles on the Role of Lawyers, adopted by the Eighth United Nations Congress on the Prevention of Crime and the Treatment of Offenders in 1990, which provide for a number of rights and responsibilities for lawyers acting in their professional capacity.

In particular paragraphs 16 and 17 of the United Nations Basic Principles on the Role of Lawyers, state that the Government is under an obligation ‘to ensure that lawyers are able to perform all of their professional functions without intimidation, hindrance, harassment or improper interference’. Further: ‘Where the security of lawyers is threatened as a result of discharging their functions, they shall be adequately safeguarded by the authorities’.

According to paragraph 23, ‘Lawyers like other citizens are entitled to freedom of expression, belief, association and assembly. In particular, they shall have the right to take part in public discussion of matters concerning the law, the administration of justice and the promotion and protection of human rights and to join or form local, national or international organizations and attend their meetings […]’.

These principles are universally applicable. Therefore, your government is under an obligation to adequately protect and support its lawyers.

Moreover, this conduct is contrary to article 171 of the International Covenant on Civil and Political Rights, which treaty Bangladesh has accessioned2, and by which Bangladesh is therefore legally bound.

In view of the above, we urge your government to:
  •  conduct a credible investigation into the threats towards Mr. Islam and hold accountable anyone that is responsible; and
  • take all necessary measures to guarantee the physical and psychological integrity and security of Mr. Islam and his family.
We thank you for your attention to this very important matter. We are confident of your good will and sense of justice and will continue to monitor this case closely.

On behalf of the President of Lawyers for Lawyers, Phon van den Biesen,
Sincerely,


Lawyers for Lawyers
Adrie van de Streek
Executive director