Friday, May 27, 2022

বরিশালে যৌন সংখ্যালঘু সমকামী শিক্ষককে বরখাস্ত করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ।

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ফার্সেসি বিভাগের যৌন সংখ্যালঘু সমকামী সম্প্রদায়ের এক শিক্ষককে ছাত্রদের সমকামিতার প্রস্তাব দেওয়‌ার মিথ্যা অভিযোগে সাময়িক অব‌্যাহতি দেওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।



একই সাথে উক্ত ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িত অপরাধীকে বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে জাস্টিসমেকার্স বাংলাদেশ ।



গত ২৬ মে ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে অনলাইন পত্রিকা বিডিনিউজ২৪ ডট কম এ প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ফার্সেসি বিভাগের চুক্তিভিত্তিক এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের সমকামিতার প্রস্তাব দেওয়‌ার অভিযোগ ওঠায় তাকে সাময়িক অব‌্যাহতি দেওয়া হয়েছে।

Tuesday, May 17, 2022

১৭ মে সমকামীতাভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস, ২০২২ উপলক্ষে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ এর যৌথ বিবৃতি

 যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতি প্রদান পুর্দবক দণ্ডবিধির ৩৭৭ ধারা বিলোপ করে তাদের সুরক্ষা প্রদান আইন প্রনয়ন করা হোক। 

 


যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী সম্প্রদায় অর্থাৎ লেজবিয়ান,গে,বাইসেক্সুয়াল এবং ট্রানজেণ্ডার ব্যক্তি সমাজের আর দশজন ব্যক্তির চেয়ে আলাদা কেউ না হলেও বিশ্বের অধিকাংশ সমাজে তাদের সবসময় আলাদা করে নিচু দৃষ্টিতে দেখা হয়ে থাকে। 

 

ফলে তাদের সমাজে গ্রহণযোগ্যতা,সমমর্যাদা ও আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে।

 

শুধুমাত্র যৌন প্রবৃত্তি ও লিঙ্গ পরিচয়ের কারণে মানবাধিকার লংঘনের ঘটনা সারা বিশ্বে আজ গুরুত্বর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।