Showing posts with label Urgent Appeal. Show all posts
Showing posts with label Urgent Appeal. Show all posts

Saturday, June 8, 2024

URGENT APPEAL: Request for Prompt Action on Alleged Police Torture in Barisal

Mr. Asaduzzaman Khan, M.P.
Honorable Minister
Ministry of Home Affairs
Government of the People's Republic of Bangladesh
Bangladesh Secretariat, Dhaka-1000
Email: minister@mha.gov.bd

Greetings from the human rights organization Justicemakers Bangladesh in France (JMBF)!

Justicemakers Bangladesh in France (JMBF), established on the principles of the United Nations Declaration of Human Rights (Bill of Rights), has been continuously dedicated to the protection and promotion of human rights since its inception. It is the constitutional sacred duty of the state to uphold the fundamental rights, including human rights, of every citizen of Bangladesh.

Friday, June 7, 2024

URGENT APPEAL: Seeking Urgent Intervention Regarding Police Torture in Jhikargacha Upazila, Jessore

To,

Mr. Asaduzzaman Khan, M.P. 
Honorable Minister 
Ministry of Home Affairs 
Government of the People's Republic of Bangladesh 
Bangladesh Secretariat, Dhaka-1000. 
Email: minister@mha.gov.bd 

Dear Sir,

Warm greetings from JusticeMakers Bangladesh in France (JMBF)!

JusticeMakers Bangladesh in France (JMBAF), founded on the ideals of the United Nations Human Rights Charter (Bill of Rights), has been continuously engaged in the protection and promotion of human rights since its inception. It is the constitutional duty of the state to uphold the fundamental human rights of every citizen of Bangladesh.

Thursday, September 21, 2023

Urgent Appeal: Take Immidiate Action Against Police Officers Involved in Torture of Student Leader in Narayanganj

To

Mr. Asaduzzaman Khan, MP
Honorable Minister
Ministry of Home Affairs
Government of the People's Republic of Bangladesh
Bangladesh Secretariat
Dhaka-1000
Email: minister@mha.gov.bd, ps2min@mhapsd.gov.bd

Dear Honorable Minister,

Greetings from JusticeMakers Bangladesh in France (JMBF)

I hope this letter finds you in good health. I am writing to you on behalf of JusticeMakers Bangladesh in France (JMBF), a human rights organization deeply concerned about a recent incident of police brutality in Narayanganj, Bangladesh.

Saturday, September 2, 2023

গোপালগঞ্জে গভীর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পুলিশী নির্যাতনের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক!

বরাবর,

জনাব আসাদুজ্জামান খান, এম.পি

মাননীয় মন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়
ঢাকা-১০০০।
ইমেইলঃ minister@mha.gov.bd

বিষয়ঃ গোপালগঞ্জে গভীর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পুলিশী নির্যাতনের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক!

জনাব,
মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রাস (জেএমবিএফ)এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন!

জাতিসংঘ মানবাধিকার সনদ (বিল অব রাইটস)এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রাস (জেএমবিএফ)মানবাধিকার প্রতিষ্ঠার কাজে সর্বদা নিয়োজিত। বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

Wednesday, October 19, 2022

CCBE urgent to PM of Bangladesh on intensifying threats against lawyer Shahanur Islam

 I am writing to you on behalf of the Council of Bars and Law Societies of Europe (CCBE), which represents the bars and law societies of 46 countries, and through them more than 1 million European lawyers. The CCBE places great emphasis on respect for human rights and the rule of law and is particularly concerned with the situation of human rights defenders around the world.


The CCBE would like to reiterate its serious concern over the death threats against lawyer Shahanur Islam.

According to information we have received, following our letter of early October expressing our concerns about the safety of lawyer Shahanur Islam, we understand that the threats against him have intensified due to his continuous work as a lawyer in defence of human rights.

Wednesday, October 5, 2022

CCBE Letter to PM: Continuous threats and harassment against lawyer Shahanur Islam

Subject: Continuous threats and harassment against lawyer Shahanur Islam

Your Excellency,

I am writing to you on behalf of the Council of Bars and Law Societies of Europe (CCBE), which represents the bars and law societies of 46 countries, and through them more than 1 million European lawyers. The CCBE places great emphasis on respect for human rights and the rule of law and is particularly concerned with the situation of human rights defenders around the world.

Thursday, May 31, 2012

আর্জেন্ট আপীলঃ বি এস এফ এর নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যুর ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক।

 বি এস এফ এর নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যুর ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক।

আজ ১৫ ফেব্রুয়ারী২০১২ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সীমান্তে নির্যাতনে বাংলাদেশির মৃত্যু  শীর্ষক সংবাদ থেকে জানা যা যেগত সোমবার রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের মিজানুরসহ আট-দশজন হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। রাত আনুমানিক তিনটার দিকে গরু নিয়ে বাংলাদেশে আসার পথে ভারতের হিলি থানার আগ্রা মাহালি পাড়ার কাছে (সীমান্ত থেকে প্রায় এক হাজার গজ দূরত্ব) পৌঁছালে আগ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মিজানুরকে আটক করেন অন্যরা পালিয়ে যায়  মিজানুরের সঙ্গীরা বলেনগতকাল ভোরে তাঁরা আবার ভারতের ওই এলাকায় গিয়ে দেখেনমিজানুর গুরুতর আহত। তাঁরা মিজানুরকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন সঙ্গীদের অভিযোগনির্মম নির্যাতন করার পর বিএসএফের সদস্যরা মিজানুরকে সীমান্তের কাছে ফেলে রাখেন। ঘটনাটি মানবাধিকারের চরম লংঘন ও যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে।


Tuesday, May 1, 2012

আর্জেন্ট আপীলঃচাঁদা না দেওয়ায় ট্রাকচালককে পুলিশের মারধর করার ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক।

 বরাবর,

চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
গুলফেঁশা প্লাজা,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক
মগবাজারঢাকা-১২১৭।

বিষয়ঃ চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে পুলিশের মারধর করার ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন প্রসংগে।

মহোদয়,
মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন।

জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত।

 

আজ ১১ ফেব্রুয়ারী, ২০১২ ইং তারিখে  ি রথম আলো পতি প্রকাশিত চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে পুলিশের মারধর! শীর্ষক সংবাদ থেকে জানা জায় যে, গত ০৯ ফেব্রুয়ারী ২০১২ ইং তারিখ বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমদানি করা তুলাবোঝাই ট্রাক নিয়ে মিজানুর রহমান ঢাকার উদ্দেশে রওনা দেন। গতকাল সকাল সাতটার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে নদী পার হওয়ার জন্য তিনি লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় দৌলতদিয়া নৌ-ফাঁড়ির কনস্টেবল শমসের আলী তাঁর কাছে ২০০ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে কনস্টেবল শমসের তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির আঘাতে তাঁর চোখ ও মুখমণ্ডল গুরুতর জখম হয়। পরে তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসা নেন। ঘটনাটি মানবাধিকারের চরম লংঘন  যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে।

এমতাবস্থায়, জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে । কেননা, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ব।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে জাষ্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে সংশ্লিষ্ট বিষয়টির যথাযথ ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করতে বিশেষ আগ্রহী।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে।


গভীর আন্তরিকতার সাথে-


এডভোকেট শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান); এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালকজাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাবাইলঃ +৮৮ ০১৭ ২০৩০৮০৮০, +৮৮ ০১৫ ৫৪৬০৪১৬০
ইমেইলঃ saikotbihr@gmail.comshahanur@justicemakersbd.org, ceo@ justicemakersbd.org
www.shahanur.blogspot.com, www. justicemakersbd.blogsot.com, www.justicemakersbd.org 

সংযুক্তিঃ  http://www.prothom-alo.com/detail/date/2012-02-11/news/223758

Thursday, March 1, 2012

URGENT APPEAL: Paris Bar Association is Strongly Concerned regarding Threats against Bangladeshi Human Rights Lawyer Shahanur Islam

 Dear Prime Minister,

The Paris Bar representing more than 24000 members would like to share its strong concern in relation to death threats recieved by thieir colleaguge Shahanur Islam these last month. Shahanur Islam is the executive director of Bangladesh Institute of Human Rights (BIHR), Country observer-Bangladesh for Global Human Rights Defence (GHRD), Founder Secretary General of JusticeMakers Bangladesh and also member of Dhaka Bar association and Bangladesh Bar council. Mr. Islam has accomplished extensive human rights work.


Saturday, February 25, 2012

আর্জেন্ট আপীলঃ পুলিশের গুলিতে দুইজন যুবক আহত হইওয়া ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক

 বরাবর,

চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
গুলফেঁশা প্লাজা, ৮,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক
মগবাজার, ঢাকা-১২১৭

মহোদয়,
মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন


জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত

গত ১৪ জানুয়ারী ২০১২ ইং তারিখে  দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত রাজধানীতে পৃথক ঘটনাঃ RAB ও পুলিশের সাথে বন্দুক যুদ্ধে যুবক নিহত,আহত দুই শীর্ষক সংবাদ থেকে জানা জায় যে, গত ১২ জানুয়ারী ২০১২ ইং তারিখ আনুমানিক রাত ১২তা ৩০ মিনিটের সময় বনানীর ৭ নং সড়কে ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারে গুলশান থানা পুলিশ গুলি করলে, গাড়ীটির চাকা ফেঁটে গিয়ে থেমে যায়। এসময় ছিনতাইকারীরা গাড়ী থেকে নেমে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালালে সাজ্জাজুর রহমান ডান পায়ের হাঁটু ও ইলিয়াস ইসলাম বাম পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। তবে আহত সাজ্জাজুর রহমান প্রথম আলোর কাছে ছিনতাইয়ের কথা স্বীকার করলেও বন্ধুক-যুদ্ধের কথা অস্বীকার করেন। বরং পুলিশ তার চোখ বেঁধে এবং হাতে হ্যান্ডকাফ পরিয়ে  অস্ত্র ঠেকিয়ে তার পায়ে গুলি করেছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি মানবাধিকারের লংঘন ও যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে

এমতাবস্থায়জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে । কেননাপ্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ব

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে জাষ্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে সংশ্লিষ্ট বিষয়টির যথাযথ ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করতে বিশেষ আগ্রহী।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে

গভীর আন্তরিকতার সাথে-



এডভোকেট শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান)এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালকজাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাবাইলঃ +৮৮ ০১৭ ২০৩০৮০৮০, +৮৮ ০১৫ ৫৪৬০৪১৬০
ইমেইলঃ saikotbihr@gmail.comshahanur@justicemakersbd.org, info@ justicemakersbd.org
www.shahanur.blogspot.com, www. justicemakersbd.blogsot.com, www.justicemakersbd.org 

সংযুক্তিঃ  ১৪ জানুয়ারী ২০১২ তারিখে প্রথম আলো পত্রিকার প্রকাশিত সংবাদের কপি

Tuesday, January 31, 2012

আর্জেন্ট আপীলঃ পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক।

 মহোদয়,

মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন
জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত।  

আজ ৩০ জানুয়ারী ২০১২ ইং তারিখে  দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত পুলিশের গুলিতে নিহত ৪ শীর্ষক সংবাদ থেকে জানা জায় যে, চাঁদপুর ও লক্ষ্মীপুরে গতকাল ২৯ জানুয়ারী ২০১২ ইং তারিখ, রোববার পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে চার দলের ঘোষিত গণমিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে এই দুই জেলা সদরে পুলিশসাংবাদিকসহ দুই শতাধিক লোক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জন গুলিবিদ্ধ হন। 
চাঁদপুরে নিহত দুজন হলেনসদর উপজেলার বাবুরহাটের বাসিন্দা আবুল হোসেন মৃধা (৫০) ও গুয়াখোলার লিমন ছৈয়াল (২৫) এবং লক্ষ্মীপুরে নিহত দুজন হলেনসদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. রুবেল (২৫) এবং চরমনসা গ্রামের মো. আবুল কাসেম (৫৫) ঘটনাটি মানবাধিকারের চরম লংঘন ও যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে


এমতাবস্থায়জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে  কেননাপ্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ব

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে জাষ্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে সংশ্লিষ্ট বিষয়টির যথাযথ ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করতে বিশেষ আগ্রহী।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে


গভীর আন্তরিকতার সাথে-


এডভোকেট শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান)এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালকজাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাবাইলঃ +৮৮ ০১৭ ২০৩০৮০৮০, +৮৮ ০১৫ ৫৪৬০৪১৬০
ইমেইলঃ saikotbihr@gmail.comshahanur@justicemakersbd.org, info@ justicemakersbd.org
www.shahanur.blogspot.com, www. justicemakersbd.blogsot.com, www.justicemakersbd.org 

সংযুক্তিঃ  ৩০ জানুয়ারী ২০১২ তারিখে প্রথম আলো পত্রিকার প্রকাশিত সংবাদের কপি

বরাবর,
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
গুলফেঁশা প্লাজা, ৮,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক
মগবাজার, ঢাকা-১২১৭

Sunday, January 15, 2012

আর্জেন্ট আপীলঃ ঘুষের দাবীতে থানা হেফাজতে নির্যাতিত এক হাজতীর চিকিৎসা অবহেলায় মৃত্যুর বিষয়টি যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক।

মহোদয়,

মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন

জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত। 
 
নওগাঁয় হাজতীর মৃত্যু শীর্ষক খবর গত ২৮ ডিসেম্বর ২০১১ ইং তারিখে দৈনিক করতোয় পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টির গুরুত্ত্ব অনুধাবন করে মানবাধিকার প্রতিষ্টান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্টাতা মহাসচিব, গ্লোবাল হিঊম্যান রাইটস ডিফেন্স, নেদারল্যান্ডস এর কান্ট্রি অবজারভার ও মাসিক দোয়েল এর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাহানুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তথ্যানুসন্ধান দল গত ২৫ থেকে ২৯ শে ডিসেম্বর ২০১১ ইং তারিখ পর্যন্ত ঘট্নাটি সরেজমিন তথ্যানুসন্ধান করেন।

এসময় তথ্যানুসন্ধানদল ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার প্রত্যক্ষদর্শী, ভিক্টিমের স্ত্রী, স্থানীয় জনতা, চিকিৎসক, স্থানীয় প্রশাসন, অভিযুক্ত ব্যাক্তিসহ ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ এবং ঘট্না সংক্রান্ত যাবতীয় কাগজপত্র, পত্রিকায় প্রকাশিত খবর ও বিশেষজ্ঞ মতামত সংগ্রহপূর্বক বিশ্লেষন করেন

জাস্টিসমেকার্স বাংলাদেশ প্রথম মানবাধিকার সংগঠন যারা ঘটনাটি সরেজমিনে তথ্যানুসন্ধান করে সুপারিশসহ প্রতিবেদন প্রকাশ করেন 

তথ্যানুসন্ধান কালে সাদা পোশাকের লোক সর্বদা তথ্যানুসন্ধান দলকে অনুসরন করতে থাকে ।তথ্যানুসন্ধানকালে ঘুষ গ্রহনে অভিযুক্ত নওগাঁ জেলাধীন বদলগাছি থানা পুলিশের উপসহকারী পরিদর্শক রবিউল ইলামের সহযোগী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম মটর সাইকেলের তেল, চা ও সিগারেট কেনার জন্য আসামীর কাছ থেকে পুলিশ অফিসারের টাকা নেওয়ার অধিকার আছে ও দোষের কিছু নেই বলে তথ্যানুসন্ধান দলকে উদ্ধতভাবে জানান। এসময় তিনি তথ্যানুসন্ধান দলের প্রধান এডভোকেট শাহানুর ইসলামকে এই ঘটনা নিয়ে বাড়া-বাড়ি না করার জন্য হুশিয়ারী প্রদান করেন এবং বাড়া-বাড়ি করলে ভবিষ্যতে বহুবিধ সমস্যার সম্মুখীন হতে হবে বলে তাঁকে হুমকি প্রদান করেন।তথ্যানুসন্ধান প্রতিবেদন (বাংলা)Fact Finding Report English

বিষয়টি মানবাধিকারের চরম লংঘন বিধায় এবং যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে

এমতাবস্থায়জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে। কেননাপ্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ব। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে

গভীর আন্তরিকতার সাথে-



 


এড. শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান)এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক
জাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাঃ ০১৭২০৩০৮০৮০, ০১৫৫৪৬০৪১৬০

সংযুক্তিঃ তথ্যানুসন্ধান  প্রতিবেদন

সদয় অবগতির জন্য প্রেরিত হলোঃ
 ১। মহামান্য রাষ্ট্রপতি গণ প্রজাতন্ত্রী বাংলাদশে সরকার , বঙ্গভবন, মতঝিলি, ঢাকা।

২। মাননীয় প্রধানমন্ত্রী, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।

৩। প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম র্কোট, সুপ্রীম র্কোট ভবন, রমনা, ঢাকা ।

৪। চয়োরম্যান, জাতীয় মানবাধকিার কমশিন, গুলফশো প্লাজা, মগবাজার, ঢাকা।

৫। মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

৬। মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

৭। মাননীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।
৮। চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন, সেগুন বাগিচা, ঢাকা।

৯। মহা পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেড কোয়ার্টার, ফুলবাড়িয়া, ঢাকা।

১০। ডিআইজি(রাজশাহী রঞ্জে), ডিআইজি পুলিশের কার্যালয়, রাজশাহী।

১১। জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজের কার্যালয, 
নওগাঁ জেলা, নওগাঁ ।
 
১২। জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, 
নওগাঁ জেলা, নওগাঁ ।

১৩। পুলিশ সুপার, পুলিশ সুপারের কার্যালয়, 
নওগাঁ জেলা, নওগাঁ ।

১৪। ভারপ্রাপ্ত কর্মকর্তা, বদলগাছি থানা, নওগাঁ ।

১৫। সভাপতি/সাধারন সম্পাদক, প্রেস ক্লাব, নওগাঁ ।

১৬। ভিক্টিমের পরিবার।