Saturday, February 25, 2012

আর্জেন্ট আপীলঃ পুলিশের গুলিতে দুইজন যুবক আহত হইওয়া ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক

 বরাবর,

চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
গুলফেঁশা প্লাজা, ৮,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক
মগবাজার, ঢাকা-১২১৭

মহোদয়,
মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন


জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত

গত ১৪ জানুয়ারী ২০১২ ইং তারিখে  দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত রাজধানীতে পৃথক ঘটনাঃ RAB ও পুলিশের সাথে বন্দুক যুদ্ধে যুবক নিহত,আহত দুই শীর্ষক সংবাদ থেকে জানা জায় যে, গত ১২ জানুয়ারী ২০১২ ইং তারিখ আনুমানিক রাত ১২তা ৩০ মিনিটের সময় বনানীর ৭ নং সড়কে ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারে গুলশান থানা পুলিশ গুলি করলে, গাড়ীটির চাকা ফেঁটে গিয়ে থেমে যায়। এসময় ছিনতাইকারীরা গাড়ী থেকে নেমে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালালে সাজ্জাজুর রহমান ডান পায়ের হাঁটু ও ইলিয়াস ইসলাম বাম পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। তবে আহত সাজ্জাজুর রহমান প্রথম আলোর কাছে ছিনতাইয়ের কথা স্বীকার করলেও বন্ধুক-যুদ্ধের কথা অস্বীকার করেন। বরং পুলিশ তার চোখ বেঁধে এবং হাতে হ্যান্ডকাফ পরিয়ে  অস্ত্র ঠেকিয়ে তার পায়ে গুলি করেছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি মানবাধিকারের লংঘন ও যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে

এমতাবস্থায়জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে । কেননাপ্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ব

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে জাষ্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে সংশ্লিষ্ট বিষয়টির যথাযথ ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করতে বিশেষ আগ্রহী।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে

গভীর আন্তরিকতার সাথে-



এডভোকেট শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান)এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালকজাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাবাইলঃ +৮৮ ০১৭ ২০৩০৮০৮০, +৮৮ ০১৫ ৫৪৬০৪১৬০
ইমেইলঃ saikotbihr@gmail.comshahanur@justicemakersbd.org, info@ justicemakersbd.org
www.shahanur.blogspot.com, www. justicemakersbd.blogsot.com, www.justicemakersbd.org 

সংযুক্তিঃ  ১৪ জানুয়ারী ২০১২ তারিখে প্রথম আলো পত্রিকার প্রকাশিত সংবাদের কপি

No comments:

Post a Comment