মহোদয়,
মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন।
জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত।
আজ ৩০ জানুয়ারী ২০১২ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত পুলিশের গুলিতে নিহত ৪ শীর্ষক সংবাদ থেকে জানা জায় যে, চাঁদপুর ও লক্ষ্মীপুরে গতকাল ২৯ জানুয়ারী ২০১২ ইং তারিখ, রোববার পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে চার দলের ঘোষিত গণমিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে এই দুই জেলা সদরে পুলিশ, সাংবাদিকসহ দুই শতাধিক লোক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জন গুলিবিদ্ধ হন।
চাঁদপুরে নিহত দুজন হলেন, সদর উপজেলার বাবুরহাটের বাসিন্দা আবুল হোসেন মৃধা (৫০) ও গুয়াখোলার লিমন ছৈয়াল (২৫) এবং লক্ষ্মীপুরে নিহত দুজন হলেন, সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. রুবেল (২৫) এবং চরমনসা গ্রামের মো. আবুল কাসেম (৫৫)। ঘটনাটি মানবাধিকারের চরম লংঘন ও যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে।
এমতাবস্থায়, জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে । কেননা, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ব।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে জাষ্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে সংশ্লিষ্ট বিষয়টির যথাযথ ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করতে বিশেষ আগ্রহী।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে।
গভীর আন্তরিকতার সাথে-
এডভোকেট শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান); এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক, জাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাবাইলঃ +৮৮ ০১৭ ২০৩০৮০৮০, +৮৮ ০১৫ ৫৪৬০৪১৬০
সংযুক্তিঃ ৩০ জানুয়ারী ২০১২ তারিখে প্রথম আলো পত্রিকার প্রকাশিত সংবাদের কপি
বরাবর,
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
গুলফেঁশা প্লাজা, ৮,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক
মগবাজার, ঢাকা-১২১৭।
Email: nhrc.bd@mail.com
No comments:
Post a Comment