Thursday, May 31, 2012

আর্জেন্ট আপীলঃ বি এস এফ এর নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যুর ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক।

 বি এস এফ এর নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যুর ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক।

আজ ১৫ ফেব্রুয়ারী২০১২ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সীমান্তে নির্যাতনে বাংলাদেশির মৃত্যু  শীর্ষক সংবাদ থেকে জানা যা যেগত সোমবার রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের মিজানুরসহ আট-দশজন হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। রাত আনুমানিক তিনটার দিকে গরু নিয়ে বাংলাদেশে আসার পথে ভারতের হিলি থানার আগ্রা মাহালি পাড়ার কাছে (সীমান্ত থেকে প্রায় এক হাজার গজ দূরত্ব) পৌঁছালে আগ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মিজানুরকে আটক করেন অন্যরা পালিয়ে যায়  মিজানুরের সঙ্গীরা বলেনগতকাল ভোরে তাঁরা আবার ভারতের ওই এলাকায় গিয়ে দেখেনমিজানুর গুরুতর আহত। তাঁরা মিজানুরকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন সঙ্গীদের অভিযোগনির্মম নির্যাতন করার পর বিএসএফের সদস্যরা মিজানুরকে সীমান্তের কাছে ফেলে রাখেন। ঘটনাটি মানবাধিকারের চরম লংঘন ও যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে।


No comments:

Post a Comment