নারায়নগঞ্জে সিটি কাউন্সেলরের নির্দেশে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের দুই ব্যক্তিকে নির্যাতন ও এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।
গতকাল ৩০ মে ২০২২ খ্রীষ্টাব্দ সকাল নারায়নগঞ্জ ডট কমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, নারায়ণগঞ্জের বন্দরে টাকা কালেকশন নিয়ে হিজড়া সুমি ও সোহানা নামে দুইজনকে পিটিয়ে উর্মী নামে এক হিজড়াকে ২০নং ওয়ার্ড কাউন্সিলর শাহেনশাহ নির্দেশে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার ৩০মে সকালে বন্দর আমিন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।