Wednesday, January 23, 2013

আদিবাসী মানবাধিকারকর্মীকে গ্রেফতারপূর্বক নির্যাতন করায় জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন!

 


সরকারী কাজে বাঁধাদান ও সরকারী কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার মিথ্যে অভিযোগে মানবাধিকারকর্মী গনেশ রাজবংশীকে থানা হেফাজতে নির্যাতন করায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর ভাবে উদ্বিগ্ন। জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত এক বিবৃতিতে অবিলম্বে রাজবংশী ভ্রাতাদ্বয়ের মুক্তির জোড় দাবী জানিয়েছেন। তাছাড়া, নির্যতনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপসহ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নির্যাতনকারী পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।  

ঘটনায় জানা যায়, গতকাল ২২ জানুয়ারী ২০১৩ ইং তারিখ বিকেল আনুমানিক ৫.২৫ মিনিটে মানিকগঞ্জ সদর থানাধীন বালিরটেক বাজারে অবস্থান করাকালীন কতিপয় পুলিশসদস্য গণেশ রাজবংশীকে অতর্কিতভাবে গ্রেফতারের চেষ্ঠা করে। সে সময় মি. রাজবংশী তাকে অন্যায়ভাবে মারপিট ও গ্রেফতারের কারণ জানতে চাইলে তারা এলোপাথারী মারপিট করতে থাকে। সেসময় তার সাথে থাকে ছোটভাই নরেন রাজবংশী এগিয়ে আসলে তাকেও মারপিট করে গ্রেফতার করে হরিরামপুর, মানিকগঞ্জ থানায় নিয়ে যায়। থানা কাস্টডিতে রাতভর তাদের নির্যাতন করে আজ সকালে মানিকগঞ্জ সদর থানায় প্রেরণ করে। ইচ্ছাকৃতভাবে পুলিশের উপর আক্রমণ করে আঘাত করেছে মর্মে স্বীকারোক্তি আদায়ের উদ্দ্যেশে মানিকগঞ্জ সদর থানায় আজ সারাদিন রাজবংশী ভ্রাতাদ্ব্য়কে দফায় দফায় নির্যাতন করে বেআইনী জনতাবদ্ধে গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতারে বাঁধাদান ও কর্তব্যরত পুলিশ অফিসারকে যখম করার মিথ্যে অভিযোগে দণ্ডবিধির ১৪৩/২২৫(খ)/৩৩২ ধারায় মানিকগঞ্জসদর থানার মামলা নং ৩৬/১৩ দায়ের করে বিকেলে ৭ দিনের রিম্যান্ড চেয়ে মানিকগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করে। বিজ্ঞ আদালত আগামীকাল ২৪ জানুয়ারী ২০১৩ ইং তারিখে রিম্যান্ড শুনানীর দিন ধার্য করে তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশনা প্রদান করেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মি. গণেশের ছোট বোন অপহরনপূর্বক শ্লীনতাহানীর শিকার হলে তিনি সে বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন, যা বর্তমানে মানিকগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে বিচারাধীন আছে।মামলাটি উঠিয়ে নেওয়ার জন্য এলাকার কতিপয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে প্রলোভন দেখানোসহ চাপ প্রয়োগ করে আসছে।তাতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে।

তারই ধারাবাহিকতায় গত ০৭/০৬/২০১২ ইং তারিখে সাদা পোষাকের পুলিশের সহযোগীতায় তাকে হত্যার উদ্দেশ্যে অপহরন করে প্রচণ্ড নির্যাতন করে। সে বিষয়ে ঢাকাস্থ হাজারীবাগ থানায় একটি ফৌজদ্বারী মামলা করলেও অজ্ঞাত কারনে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাছাড়া গত ২০ জানুয়ারী ২০১৩ ইং তারিখে কতিপর সন্ত্রাসী মি. গণেশকে অপহরন করে প্রচন্ড নির্যাতন করে। সে বিষয়ে ঢাকাস্থ নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করতে চাইলে অজ্ঞাত কারনে তা মামলা হিসেবে গ্রহণ না করেসাধারণ ডায়েরী হিসেবে নথিভুক্ত করেন। আরো জানতে: http://justicemakersbd.blogspot.com/2012/07/blog-post_25.html

Friday, January 11, 2013

URGENT APPEAL: Take all necessary measures to guarantee the physical and psychological integrity and security of Mr. Islam and his family

 The Dutch Lawyers for Lawyers Foundation (“Stichting Advocaten voor Advocaten”) is an independent and non-political foundation which seeks to promote the proper functioning of the rule of law by pursuing freedom and independence of the legal profession. The Foundation does this by supporting lawyers worldwide who are threatened or suppressed in the execution of their profession.

According to our information, Shahanur Islam Saikot has received several death threatsover the last 4 years, the most recent ones dating from 7 December 2012. In light of the aforementioned incidents, Mr. Islam filed a complaint at the Mohammadpur police station, reporting on the threats he had received and calling for the immediate arrest of the alleged perpetrator. However, no action was undertaken yet to ensure his safety and that of his family, or to start an investigation on the death threats.

Ms. Sheikh Hasina
Prime Minister
Office of the Prime Minister
Gona Bhaban
Old Sangsad Bhaban, Tejgaon
DHAKA, BANGLADESH
Fax: +880 2 8113243
Email: info@pmo.gov.bd
Amsterdam, 21 December 2012
Subject: Mr. Shahanur Islam Saikot

Your Excellency,

The Dutch Lawyers for Lawyers Foundation (“Stichting Advocaten voor Advocaten”) is an independent and non-political foundation which seeks to promote the proper functioning of the rule of law by pursuing freedom and independence of the legal profession. The Foundation does this by supporting lawyers worldwide who are threatened or suppressed in the execution of their profession.

On behalf of the Foundation, we write you in respect of our colleague, Shahanur Islam Saikot, a respected human rights lawyer.

Mr. Islam is a lawyer and the executive director of the Bangladesh Institute of Human Rights. He has accomplished extensive human rights work notably relating to minorities’ rights in Bangladesh.

According to our information, Shahanur Islam Saikot has received several death threatsover the last 4 years, the most recent ones dating from 7 December 2012. In light of the aforementioned incidents, Mr. Islam filed a complaint at the Mohammadpur police station, reporting on the threats he had received and calling for the immediate arrest of the alleged perpetrator. However, no action was undertaken yet to ensure his safety and that of his family, or to start an investigation on the death threats.

In this context, we urge the government of Bangladesh to recognize the valuable role played by human rights lawyers and to promote and support their work in line with the Basic Principles on the Role of Lawyers, adopted by the Eighth United Nations Congress on the Prevention of Crime and the Treatment of Offenders in 1990, which provide for a number of rights and responsibilities for lawyers acting in their professional capacity.

In particular paragraphs 16 and 17 of the United Nations Basic Principles on the Role of Lawyers, state that the Government is under an obligation ‘to ensure that lawyers are able to perform all of their professional functions without intimidation, hindrance, harassment or improper interference’. Further: ‘Where the security of lawyers is threatened as a result of discharging their functions, they shall be adequately safeguarded by the authorities’.

According to paragraph 23, ‘Lawyers like other citizens are entitled to freedom of expression, belief, association and assembly. In particular, they shall have the right to take part in public discussion of matters concerning the law, the administration of justice and the promotion and protection of human rights and to join or form local, national or international organizations and attend their meetings […]’.

These principles are universally applicable. Therefore, your government is under an obligation to adequately protect and support its lawyers.

Moreover, this conduct is contrary to article 171 of the International Covenant on Civil and Political Rights, which treaty Bangladesh has accessioned2, and by which Bangladesh is therefore legally bound.

In view of the above, we urge your government to:
  •  conduct a credible investigation into the threats towards Mr. Islam and hold accountable anyone that is responsible; and
  • take all necessary measures to guarantee the physical and psychological integrity and security of Mr. Islam and his family.
We thank you for your attention to this very important matter. We are confident of your good will and sense of justice and will continue to monitor this case closely.

On behalf of the President of Lawyers for Lawyers, Phon van den Biesen,
Sincerely,


Lawyers for Lawyers
Adrie van de Streek
Executive director

Wednesday, December 12, 2012

জাস্টিসমেকার্স বাংলাদেশ, এইচআরডিপি, মউক ও জিএইচআরডি এর যৌথ আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস ২০১২ উদযাপিত।

 

মানব বন্ধন খুলনা


মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ,ঢাকা, মানবাধিকার উন্নয়ন প্রকল্প (এইচআরডিপি), খুলনা, মানব উন্নয়ন কেন্দ্র (মউক), মেহেরপুর এবং গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স (জিএইচআরডি) যৌথভাবে নানান কর্মসূচী আয়োজনের মাধ্যমে বর্নিলভাবে খুলনা ও মেহেরপুরে  আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস ২০১২ উদযাযাপন করেছে
র‍্যালী, মেহেরপুর

মানবাধিকার উন্নয়ন প্রকল্প (এইচআরডিপি), খুলনা আজ সকাল ৯ ঘটিকায় আড়াই শতাধিক নারী,পুরুষ ও শিশুর সমন্বয়ে একটি র‍্যালীর আয়োজন করে র‍্যালীটি সিমেট্রি রোড থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে খুলনা শহরের পিকচার প্যালেস মোড়ে এসে এক মানব বন্ধনের মাধ্যমে শেষ হয় মানবন্ধনে খুলনা সিটি কর্পোরেশনের মহিলা কমিশনার কনিকা সাহা, খুলনা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ সরকারী কৌশুলী এডভোকেট অলকা নন্দ দাস, খুলনা জেলা জজ কোর্টের সরকারী কৌশুলী এডভোকেট ফিরোজ আহমেদ, খুলনা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ সাহেব আলী এবং এইচআরডিপির নির্বাহী পরিচালক মোঃ জামাল উদ্দিন মোড়লসহ  নাগরিক সমাজের প্রতিনিধি দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বক্তব্য প্রদান করেন পরবর্তীতে বিকেল ৪ ঘটিকায় এইচআরডিপি এর নিজস্ব সভাকক্ষে সামাজিক জীবনে সর্বস্তরে বৈষম্যহীন সমসুযোগ নিশ্চিত কর এই প্রতিপাদ্য সামনে রেখে একটি সাধারন আলোচনার আয়োজন করে
র‍্যালী, খুলনা
 মানব উন্নয়ন কেন্দ্র (মউক), মেহেরপুর আজ সকাল ৯ ঘটিকায় তিন শতাধিক নারী,পুরুষ ও শিশুর সমন্বয়ে একটি র‍্যালীর আয়োজন করে র‍্যালীটি আমঝুপি হার্ট রোড থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শহরের সোনালী ব্যাংক মোড়ে এসে এক মানব বন্ধনের মাধ্যমে শেষ হয় মানবন্ধনে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেহেরপুর জজ আদালতের সহকারী সরকারী কৌশুলী এডভোকেট মতিউল আশরাফ ও মউক এর প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান সেলিমসহ নাগরিক সমাজের প্রতিনিধি দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বক্তব্য প্রদান করেন পরবর্তীতে মউক এর নিজস্ব সভাকক্ষে সামাজিক জীবনে সর্বস্তরে বৈষম্যহীন সমসুযোগ নিশ্চিত কর এই প্রতিপাদ্য সামনে রেখে একটি সাধারন আলোচনার আয়োজন করে
আলোচনা সভা, মেহেরপুর

Saturday, December 8, 2012

Human rights lawyer and journalist in Bangladesh once again received threats for life along with his family

 Advocate Shahanur Islam @ Saikot, founding secretary general of “JusticeMakers Bangladesh”, legal & human rights editor of the monthly Bengali magazine “Doyel” as well as member of the “Bangladesh Bar Council” (Membership # 12766) and district “Bar Association of Dhaka” (Membership # 11177) has been received death threats along with his family. On 7th December 2012 around at 6.50 pm, he received threats for the life of his wife, mother and him over mobile phone, while he was staying at his home.


A general diary (GD) has been lodged in this connection with Mohammadpur police station under Dhaka metropolitan police (DMP) being general diary number 547, dated 7 December 2012 and Mr. Selim Reja, sub inspector (SI) of the said police station has been assigned for take action, but yet no initiative has been taken to take action against the allege perpetrator.
According to Mr. Islam, one unknown people asked Mr. Islam about his staying place at that moment using the mobile phone on Friday early of the night around at 6.50 pm and threatened him to kill being angry as fire, while Mr. Islam asked the perpetrator about his identity instead of disclosed Mr. Islam's staying place due to security reason. Latter, the alleged perpetrator again phoned him and uttered filthy language toward Mr. Islam. Furthermore, the perpetrator uttered filthy language about Mr. Islam’s mother and wife and later, he threatened Mr. Islam to kill his mother and wife. Meanwhile, the alleged perpetrator identified him as death of Mr. Islam and the said perpetrator assured that he will be appeared before Mr. Islam in due time. Finally, he switched off his phone after making caution that Mr. Islam will be suffered for the effect of his continuing activities immidiately.
Here specially mentions that during the time of his duties, Mr. Islam published many report on abusing law and human rights by the state agencies and state sponsored terrorist including powerful political, social and religious group. He also moved many cases against the perpetrators as a lawyer and some of them have been punished. He also conducted many investigations and fact-finding missions on human rights violations as well as issued local and international urgent appeals requesting attention to concerned authorities.

Mr. Islam received a lot of threats, death threats as well as faced physical attacked, arrest and harassment previously due to his activities on upholding human rights in Bangladesh.
Mr. Islam apprehends that he would be killed in any time and cordially asked to the national and international body for ensuring the security of him and his family.
 

মানবাধিকার আইনজীবী ও সাংবাদিককে পরিবারসহ হত্যার হুমকি

মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব, বাংলা ম্যাগাজিন মাসিক দোয়েল এর আইন ও মানবাধিকার সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিল ও ঢাকা বার এ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য এডভোকেট শাহানূর ইসলাম সৈকতকে তার পরিবারসহ হত্যার হুমকি প্রদান করা হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর ২০১২ ইং তারিখে এক অপরিচিত দুস্কৃতিকারী মোবাইল ফোনে তাঁকে হত্যার হুমকি হুমকি প্রদান করেন। এ ব্যাপারে এডভোকেট ইসলাম নিজের ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে মোহাম্ম্পুর থানায় একটি সাধারণ ডায়েরী নথিবদ্ধ করেছেন।

ঘটনায় জানা যায়, গতকাল ৭ ডিসেম্বর ২০১২ ইং তারিখে তার ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন সময়ে আনুমানিক সন্ধ্যা ৬.৫০ মিনিটে ০১৭৩০৭২৫৫৯০ নাম্বার থেকে এক অপরিচিত দুষ্কৃতিকারী এডভোকেট ইসলামের ব্যক্তিগত ব্যবহার্য মোবাইল ফোনে কল করে তিনি সেসময় কোথায় অবস্থান করছে তা জানতে চান। কিন্তু ব্যক্তিগত নিরাত্তার কথা চিন্তা করে এডভোকেট ইসলাম তার অবস্থান না জানিয়ে অভিযুক্ত দুষ্কৃতিকারীর পরিচয় জানতে চাইলে তিনি মূহুর্তে রাগান্বিত হয়ে এডভোকেট ইসলামকে হত্যার হুমকি প্রদান করেন। সে সময় এডভোকেট ইসলাম ভয়ে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর একই নাম্বার থেকে আবার ফোন করে এডভোকেট ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে সময় অভিযুক্ত দুষ্কৃতিকারী এডভোকেট ইসলামের স্ত্রী  মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালি গালাজ করতে করতে এক সময় তাদেরও হত্যা করার হুমকি দেয়। এডভোকেট ইসলামকে সে সময় বার বার অভিযুক্ত দুষ্কৃতিকারীর পরিচয় জানতে চাইলেও তিনি তার পরিচয় না দিয়ে বরং তিনি এডভোকেট ইসলামের যম আর সময় হলেই এডভোকেট ইসলাম তার পরিচয় পেয়ে যাব বলে জানায়। সর্বশেষে অচিরেই এডভোকেট ইসলাম তার কর্মফল ভোগ করব বলে শাসিয়ে ফোন কেটে দেয়

এখানে বিশেষভাবে উল্লেখ্য যেএডভোকেট ইসলামকে ইতোপূর্বে বিভিন্ন সময় হত্যার হুমকি প্রদান করাসহ শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। এমতাবস্থায় এডভোকেট ইসলাম তার মাস্ত্রীসহ ব্যক্তিগতভাবে তার সমূহ বিপদক্ষতি  নিরাপত্তাহীনতার আশংকা করছে জাস্টিসমেকার্স বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর এ ব্যাপারে গভীর উদ্বেব প্রকাশ করেছেন এবং এডভোকেট ইসলাম ও তার পরিবারের নিরাপত্তা প্রদানসহ অভিযুক্ত দুষ্কৃতিকারীকে অবিলম্বে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোড় দাব জানিয়েছে।

 

Thursday, December 6, 2012

International Human Rights Day 2012

 

Human Chain & Rally, Meherpur
JusticeMakers Bangladesh & Manab Unnayan Kendra (MUK), Meherpur and Human Rights Development Project ((HRDP)-Khulna in cooperation with Global Human Rights Defence (GHRD), The Hague, Netherlands is going to celebrates the International Human Rights Day 2012 at Khulna and Meherpur district by organizing human chain followed by rallies and discussion meeting on the theme of “Inclusion and the right to participate in public life” of the day on December 10, 2012 to raise awareness about rights and opportunity for the women & girl to show support to those women & girl who are often victimized in violence in Bangladeshi society.
Human Chain & Rally, Khulna