Sunday, April 1, 2018

বাংলাদেশী মানবাধিকারকর্মী, আইনজীবী ও ব্লগার অ্যাডভোকেট শাহানূর ইসলামের বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন বন্ধ কর


বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), লইয়ার্স ফর লইয়ার্স বাংলাদেশ এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তিদের সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলন সহ মানবাধিকারের চরম লংঘনের বিরুদ্ধে বলিষ্ট ভুমিকা রাখার কারণে মানবাধিকারকর্মী, আইনজীবী ও ব্লগার অ্যাডভোকেট শাহানূর ইসলামের বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন ও পুলিশই হয়রানী বন্ধ করে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার জরুরী ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছে।



নির্যাতিতের নাম ও পরিচয়:

শাহানূর ইসলাম সৈকত (দুলাল)
মহাসচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস
সদস্য, জেলা বার এ্যাসোসিয়েশন, ঢাকা ও নওগাঁ।

নির্যাতনকারীর নাম ও পরিচয়:
(১) মোঃ জহুরুল ইসলাম, সদস্য, জেলা পরিষদ, নওগাঁ
(২) এস এম জোবায়ের হোসেন, উপ-পুলিশ পরিদর্শক, বদলগাছি থানা, নওগাঁ
(৩) মোঃ মাহবুবুর রহমান, সহাকারী উপ-পুলিশ পরিদর্শক, বদলগাছি থানা, নওগাঁ

জিডি নাম্বার ও তারিখ: বদলগাছি থানার জিডি # ৮৮৬, ২৩ ডিসেম্বর ২০১৭ ইং
মামলা নাম্বার, তারিখ ও ধারা: বদলগাছি থানার এনএফআইআর প্রসিকিউশন# ০১, ২৯ জানুয়ারী ২০১৮ ইং, দন্ডবিধির ৪২৭ ও ৫০৬ ধারা

গ্রেফতারী পরোয়ানা ইস্যুর তারিখ: ১৪ ফেব্রুয়ারী ২০১৮ ইং

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
নওগাঁ জেলা পরিষদ সদস্য মোঃ জহুরুল ইসলাম গত ২৩ ডিসেম্বর ২০১৭ ইং তারিখে নওগাঁ জেলার বদলগাছি থানা বরাবর ষড়যন্ত্রমূলকভাবে এই মর্মে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে যে শাহানূর ইসলাম এবং তার পরিবারের অন্যান্য দুইজন সদস্য গত ২১ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ সকাল আনুমানিক ৬:০০ ঘটিকার সময় জহুরুল ইসলাম এর সম্পত্তিতে উপস্থিত হয়ে আনুমানিক ৫০০০/- (পাঁচ হাজার) টাকার ফসল নষ্ট করে এবং তাকে প্রকাশ্যে খুন যখমের হুমকি প্রদান করে।

অতঃপর, বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করে উক্ত থানার উপ-পুলিশ পরিদর্শক এস এম জোবায়ের হোসেনকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে। তৎপর, গত ২ জানুয়ারী ২০১৮ ইং তারিখে তদন্তকারী কর্মকর্তা জিডিটি তদন্তের জন্য অনুমতির জন্য সংশ্লিষ্ট আদালতে আবেদন করে এবং তদন্তের অনুমতি প্রাপ্ত হয়ে অভিযোগকারীর সাথে পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার ও দূর্নীতি করে কোন প্রকার তদন্ত না করে উপরোক্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে দন্ডবিধির ৪২৭ ও ৫০৬ ধারায় শাহানূর ইসলাম ও তার পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে গত ২৯ জানুয়ারী ২০১৮ ইং তারিখে বদলগাছি থানার ননএফআইআর প্রসিকিউশন নং ০১ নথিভুক্ত করে এবং সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে ৪ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে বিজ্ঞ আদালত ননএফআইআর প্রসিকিউশন প্রতিবেদনটি আমলে গ্রহণ করে শাহানূর ইসলাম ও তার প্রতিবারের দুই সদস্যের বিরুদ্ধে গত ১৪ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারী করে এবং বদলগাছি থানা কর্তৃপক্ষকে উক্ত সমন যথাযথভাবে জারী করার আদেশ প্রদান করে।

পরবর্তীতে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত থানার সহাকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমানকে সমন জারীর দায়িত্ত্ব প্রদান করলে তিনি অভিযোগকারী ও তদন্তকারী কর্মকর্তার সাথে পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার ও দূর্ণীতির মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে স্বাক্ষর জাল করে মিথ্যাভাবে শাহানূর ইসলাম ও তার পরিবারের দুই সদস্যের নামে সমন জারী দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

উল্লেখিত জাল স্বাক্ষরযুক্ত সমন জারী দেখানোর ফলে বিজ্ঞ আদালত গত ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ইং তারিখে শাহানূর ইসলাম ও তার পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে এবং উক্ত গ্রেফতারী পরোয়ানামূলে গত ২০ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে শাহানূর ইসলামের পরিবারের এক সদস্যকে বদলগাছি থানা পুলিশ গ্রেফতার করে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে ২১ ফেব্রূয়ারী ২০১৮ ইং তারিখে শাহানূর ইসলাম ও তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আদালত থেকে জামিন প্রাপ্ত হন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, অভিযোগে বর্ণিত ঘটনার তারিখ ও সময়ে শাহানূর ইসলাম আন্তর্জাতিক শরনার্থী আইন বিষয়ক একটি প্রশিক্ষণে অংশ গ্রহণ ও ব্যক্তিগত কাজে ইতালী, মোনাকো ও ফ্রান্স ভ্রমন শেষে সংযুক্ত আরব আমিরাত এর দুবাই আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ফেরার উদ্দেশ্যে এমিরেটস এয়ারলাইন্স এর ইকে ০৫৮২ নং ফ্লাইটে অবস্থান করছিলেন।

সুপারিশঃ
বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস, লইয়ার্স ফর লইয়ার্স বাংলাদেশ এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ নির্যাতিত মানবাধিকারকর্মী, আইনজীবী ও ব্লগার অ্যাডভোকেট শাহানূর ইসলামের বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন ও পুলিশই হয়রানীর বিষয়ে ভীষনভাবে উদ্বিগ্ন এবং অবিলম্বে তার বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন ও পুলিশই হয়রানী বন্ধ করাসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলা দায়েরকারী নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোড় দাবী জানাচ্ছে।

অনুগ্রহপূর্বক, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে নির্যাতিত মানবাধিকারকর্মী, আইনজীবী ও ব্লগার অ্যাডভোকেট শাহানূর ইসলামের বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন ও পুলিশই হয়রানী অবিলম্বে বন্ধ করা সহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলা দায়েরকারী নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিম্নলিখিত ব্যক্তি বর্গের নিকট আবেদন প্রেরণ করুন।

১। জনাব মোঃ আব্দুল হামিদ
মহামান্য রাষ্ট্রপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
রাষ্ট্রপতির কার্যালয়
বঙ্গভবন, ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ president@bangabhaban.gov.bd


২। জনাব শেখ হাসিনা
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়
তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ pm@pmo.gov.bd অথবা ps1topm@pmo.gov.bd অথবা psecy@pmo.gov.bd

৩। জনাব বিচারপতি মাহমুদ হোসেন
মাননীয় প্রধান বিচারপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
প্রধান বিচারপতির কার্যালয়
সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ chief@bdcom.com অথবা supremec@bdcom.com

৪। জনাব আনিসুল হক
মাননীয় মন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়
ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ info@minlaw.gov.bd

৫। জনাব আসাদুজ্জামান খান
মাননীয় মন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়
ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ minister@mha.gov.bd

৬। জনাব কাজী রিয়াজুল হক
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
বিটিএমসি ভবন, কাওরানবাজার
ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ info@nhrc.org.bd

৭। জনাব মোঃ জাবেদ পাটোয়ারী
মহা পুলিশ পরিদর্শক
বাংলাদেশ পুলিশ
পুলিশ সদর দপ্তর
ফুলবাড়িয়া
ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ ig@police.gov.bd

Wednesday, March 7, 2018

Bangladesh: ENSURE THE PROTECTION OF HUMAN RIGHTS DEFENDER, LAWYER & BLOGGER MR. SHAHANUR ISLAM

Bangladesh: ENSURE THE PROTECTION OF HUMAN RIGHTS DEFENDER, LAWYER & BLOGGER MR. SHAHANUR ISLAM

BANGLADESH: Continuous legal harassment against Bangladeshi lawyer, human rights defender and blogger Mr. Shahanur Islam

Dear Friends,

Bangladesh Institute of Human Rights urges your prompt and urgent intervention on the continuous legal harassment against Bangladeshi lawyer, human rights defender and blogger Mr. Shahanur Islam, who is implicated with a false and fabricated criminal charge due to his constant battle against gross human rights violations as well as fighting to ensure constitutional recognition of LGBT rights in Bangladesh.

BIOGRAPHIC INFORMATION:

Name & Identity of the Victim : Mr. Shahanur Islam @ Saikot @ Dulal, Secretary General and Honorary Executive Director of Bangladesh Institute of Human Rights (BIHR). He is an enrolled as an Advocate under the Bangladesh Bar Council as well as is a member of district Bar Association Naogaon and Dhaka. He is also an International Member of Amnesty International and administrator of the online LGBT Bengali portal বৈচিত্র্য.বাংলা

In the course of his professional duties, he deals with many legal cases against perpetrators at court. He has also conducted many fact-finding missions on human rights violations as well as issued local and international urgent appeals requesting attention to concerned authorities. Due to his vital role for the protection and promotion of human rights and criminal justice in Bangladesh, he was the recipient of the Asia JusticeMakers Fellowship-2010, awarded by International Bridges to Justice (IBJ), Switzerland

Name & Identity of the Perpetrators : i) Md. Jahurul Islam, Member, District Council, Naogaon, President, Jubodal (youth wing of Bangladesh Nationalish Party (BNP), Biashbari Union Council Branch, Badalgachhi Upazila, Naogaon;
ii) SM Jobayer Hossain, Sub-Inspector of Police, Badalgachhi Police Station, Naogaon;
iii) Md. Mahbubur Rahman, Assistnt Sub-Inspector of Police, Badalgachhi Police Station, Naogaon;
iv) Jalal Uddin, Officer in Charge, Badalgachhi Police Station, Naogaon.

Date & time of the Incident : December 21, 2017 around at 6:00 am

Number and date of General Diary : Badalgachhi Police Station GD # 886, December 23, 2017

Number and date of the case : Badalgachhi Police Station Non-Government Register Prosecution # 1, January 29, 2018

Section : 427 & 506 under Penal Code of Bangladesh

Date of Issue Warrant of Arrest by Court : February 14, 2018

CASE DETAILS:

On December 23, 2017, Md. Jahurul Islam, Member of District Council, Naogaon as well as President of Jubodal (youth wing of Bangladesh Nationalish Party (BNP), Biashbari Union Branch, Badalgachhi Upazila, Naogaon intentionally made a false and fabricated allegation against Mr. Shahanur Islam @ Saikot @ Md. Dulal Hossain and others two member of his family. In his allegation Md. Jahurul Islam stated that on December 21, 2017 around at 6:00am Mr. Shahanur Islam and his other two family members intimidated him with death threats using deadly weapon after committing mischief and thereby causing damage to his crops, for an amount of 5000.00 taka.

After receiving the allegation, Badalgachhi Police Station, Naogaon registered a General Diary being Badalgachhi Police Station GD number 886, dated on December 23, 2017 against Mr. Shahanur Islam @ Saikot @ Md. Dulal Hossain and others two members of his family with a charge of mischief causing damage and criminal intimation to Md. Jahurul Islam.

Then on January 2, 2018, SM Jobayer Hossain, Sub-Inspector of Police, Badalgachhi Police Station, Naogaon prayed to the concern Senior Judicial Magistrate to investigate the issue. After obtaining permission, Mr. Hossain submitted the prosecution report being Non -Government Registered Prosecution Number 1/2018 against Mr. Shahanur Islam and his other two family members under section 427 & 506 of the Penal Code to the concerned court on January 29, 2018 through interconnecting and conspiracy with each of the perpetrators.

Then on February 4, 2018 the concerned court took the allegation in cognizance and issued the summons against Mr. Shahanur Islam and his two family members to present before the court on February 14, 2018 and asked the Badalgachhi Police Station to ensure the execution of Summon to Mr. Shahanur Islam and his others two family members.

Then on February 12, 2018, Md. Mahbubur Rahman, Assistnt Sub-Inspector of Police, Badalgachhi Police Station, Naogaon executed the summons forging the signature of Mr. Shahanur Islam and his other two family members through interconnecting and conspiracy with each of the perpetrators and submitted the report of Summons execution to the concerned court.

Then on February 13, 2018, the concerned court issued the Warrant of Arrest against Mr. Shahanur Islam and his other two family members. Then on February 22, 2018 Mr. Shahnur Islam voluntarily surrendered before the concerned court and the learned court granted him bail.

It is to be noted that Mr. Shahanur Islam was flying back from Dubai to Dhaka by Emirates Airlines Flight number EK 0582 at the date and time of the alleged offence.

BIHR FINDINGS:

This is not an isolated instance of such kind of legal harassment on lawyers, human rights defenders and bloggers in Bangladesh. It is a very common phenomenon for professionals like lawyers, human rights defenders and bloggers of Bangladesh to face attacks, harassment, ill treatment, death threats from members of political parties, terrorist threats and attacks from law-enforcement agencies and security forces. It is well known that Bangladesh has cultivated one of the leading cultures of impunity to alleged perpetrators of human rights abuses. Instead of improving the country’s human rights record the government of Bangladesh has paved the way to attack the rights of citizens through various means of violations.

RECOMENDATIONS:

  1. BIHR strongly urges the authorities to take the issue of legal harassment made against Mr Islam seriously and to fully and immediately investigate this recent incident of legal harassment made against Mr. Shahanur Islam, the result of which must be made public, in order to identify all those responsible, bring them before a competent, independent and impartial tribunal and apply to them the penal sanctions provided by the law;
  2. Take all necessary measures to guarantee, in all circumstances, the physical and psychological integrity, safety and well-being of Mr. Shahanur Islam;
  3. Put an end to all acts of harassment against Mr. Shahanur Islam as well as against all human rights defenders in Bangladesh;
  4. Guarantee the respect of human rights and fundamental freedoms in accordance with the Universal Declaration on Human Rights and other international human rights instruments ratified by Bangladesh.

SUGGESTED ACTION:

Please write letters to the relevant authorities to investigate this alleged incident of violence ensuring the security of the Mr. Shahanur Islam and his family. We trust that you will take immediate action regarding this serious matter and look forward to your favorable response.

PLEASE SEND YOUR LETTERS TO:

1. Mr. Md. Abdul Hamid
Preident of People’s Republic of Bangladesh
President’s Office
Bangabhaban, Dhaka
BANGLADESH
Tel: +880 2 9568041-50
Fax: +88-02-9585502 (Secretary)

2. Mrs. Sheikh Hasina
Prime Minister
Government of the People’s Republic of Bangladesh
Office of the Prime Minister
Tejgaon, Dhaka
BANGLADESH
Fax: +880 2 811 3244 / 3243 / 1015 / 1490
Tel: +880 2 882 816 079 / 988 8677
E-mail: pm@pmo.gov.bd or ps1topm@pmo.gov.bd or psecy@pmo.gov.bd

Chief Justice of Bangladesh
Supreme Court of Bangladesh
Dhaka 1000
BANGLADESH
Fax: +880 2 956 5058 /+880 2 7161344
Tel: +880 2 956 2792
E-mail: chief@bdcom.com or supremec@bdcom.com

4. Mr. Anisul Huq
Minister
Ministry of Law, Justice & Parliamentary Affairs
Bangladesh Secretariat ,Dhaka-1000
BANGLADESH
Tel: +880 2 7160627 (O)
Fax: +880 2 7168557 (O)
Email: info@minlaw.gov.bd

5. Mr. Asaduzzaman Khan
Minister
Ministry of Home Affairs
Bangladesh Secretariat,Dhaka-1000
BANGLADESH
Tel: +880 2 7169069 (O)
Fax: +880 2 7160405, 880 2 7164788 (O)
E-mail: minister@mha.gov.bd

6. Kazi Reazul Hoque
Chairman
National Human Rights Commission
10th Floor, Gulfeshan Plaza
BTMC Bhaban (8th Floor)
7-9 Kazi Nazrul Islam Ave, Kawran Bazar,
Dhaka-1215
BANGLADESH
Phone PABX # 88-02-55013726-28
FAX # 88-02-55013725;
E-mail: info@nhrc.org.bd

7. Dr. Mohammad Javed Patwary
Inspector General of Police (IGP)
Bangladesh Police
Police Headquarters
6,Phoenix Road,
Fulbaria, Dhaka-1000
BANGLADESH
Fax: +880 2 956 3362 / 956 3363
Tel: +880 2 956 2054 / +880 2 717 6451 / +880 2 717 6677
E-mail: ig@police.gov.bd

We trust that you will take immediate action regarding this serious matter.

Thank You


Urgent Appeal Desk
Bangladesh Institute of Human Rights (BIHR)
27, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
Cell: +88 017 20308080, email: bihr.bd@gmail.com
http://www.ibj.org/programs/justicemakers/fellows/2010-asia-justicemakers-fellows/shahanur-islam-2/

Sunday, January 28, 2018

Joint letter of Human Rights Organizations to the UN Secretary-General

 Dear Secretary-General


Since the last days of 2017, the world has witnessed massive and courageous protests by Iranian people throughout the country against the regime ruling Iran and for the liberation and establishment of a democratically elected government.  The world community has supported the demands of the people of Iran for freedom and has condemned the suppressive measures taken by the Iranian regime against its citizens.

Reports indicate that the Revolutionary Guards and the security forces have killed at least 50 people and arrested more than 8,000 people. On January 9, 2018 in a statement, Amnesty International reported that at least five of those who were arrested following an anti-government rally have died in detention centers.

On January 5, 2018 the UN Human Rights experts in Geneva, in a statement, expressed their extreme concern regarding the Iranian regime's approach to demonstrators. “The Government’s instruction to the Revolutionary Guards to hit hard against the protesters, and the judiciary’s threats of harsh punishment, are unacceptable.the experts said.

The “Supreme leader” of the regime, Ali Khamenei, and Hassan Rouhani, the President of Iranian regime, blamed the opposition inside Iran, PMOI/MEK for organizing the demonstrations, and threatened to act severely against them. The Minister of Intelligence threatened with a quick response to the organizers of the uprising.

In 1989, in a short period of time the Iranian regime executed 30,000 political prisoners, based on a religious decree of Khomeini, the regime’s Supreme leader at the time. The authorities in charge of that massacre are still in power in Iran enjoying impunity and involved in the killings of protesters on the streets.

While declaring our support for the demonstrations and the legitimate demands of the brave people in Iran, we urge you to condemn violations of human rights and suppression of the demonstrators in Iran through a Secretary-General’s statement. We also urge you to use your good offices at the United Nations for effective measures to release those arrested during the recent demonstrations, and imposing sanctions on officials and organs involved in killing people in Iran, and exporting terrorism and extremism abroad.

***************************************
Sharif Mostofa Helal, Founder Chairman
Advocate Shahanur Islam, Founder Secretary General
JusticeMakers Bangladesh, email: jmbangladesh@gmail.com

Advocate Mohamaad Alamgir, Founder President
Advocate Shahanur Islam, Founder Secretary General
Lawyers for Lawyers Bangladesh, email: ad.mohammadalamgir@gmail.com

Advocate Nazmul Haque Shah Chowdhury, President
Advocate Shahanur Islam, Secretary General
Bangladesh Institute of Human Rights, email: bihr.bd@gmail.com, www.bihrbd.blogspot.com

Tuesday, January 23, 2018

Joint Statement: Appeal to the Egyptian Government - Respect the rights of Egyptian lawyers

 





Joint Statement

JusticeMakers Bangladesh, Lawyers for Lawyers Bangladesh Bangladesh Institute of Human Rights


DAY OF THE ENDANGERED LAWYER – 24 January 2018


Solidarity with Egyptian lawyers

Appeal to the Egyptian Government - Respect the rights of Egyptian lawyers

Egypt is going through the most serious human rights crisis in its history. Every day security forces arbitrarily displace 3 or 4 people (AI Secretary General, 18 Dec. 2016).

In 2018 the focus of all activities concerning the Day of The Endangered Lawyers will entirely focus on Egypt. Today in Egypt, human rights activists, lawyers, and journalists, all have to live with their phone calls being tapped, and with intimidation and threats from the authorities. After the overthrow of President Mohammed Morsi the human rights situation has deteriorated dramatically. The government has restricted severely freedom of expression, freedom of assembly, and freedom of association. The authorities have taken harsh actions against dissidents, ten thousands have been arbitrarily arrested, and many of them tortured during custody. Security forces that killed demonstrators have not been held accountable. After harsh unfair trials, hundreds of people have received prison or even death sentences. Victims of this persecution include not only alleged members and supporters of the Muslim brotherhood but also any other opponents to the present government, in particular alleged members of left organizations and human rights activists.

DEMANDS:
1. Immediately and unconditionally release and compensate all detained lawyers and other human rights activists; 

2. Immediately drop all charges against these lawyers and other human rights activists, as these prosecutions are clearly aimed at hindering their peaceful human rights activities and put an end to all acts of harassment, including at the judicial level against them, and more generally all human rights defenders in Egypt; 

3. Guarantee in all circumstances the physical and psychological integrity of these lawyers as well as all human rights defenders in Egypt;

4. Comply with all the provisions of the UN Basic Principles on the Role of Lawyers, adopted by the Eighth United Nations Congress on the Prevention of Crime and the Treatment of Offenders, Havana, Cuba, 27 August to 7 September 1990, in particular with 

• Art. 16. Governments shall ensure that lawyers ( a ) are able to perform all of their professional functions without intimidation, hindrance, harassment or improper interference; ( b ) are able to travel and to consult with their clients freely both within their own country and abroad; and ( c ) shall not suffer, or be threatened with, prosecution or administrative, economic or other sanctions for any action taken in accordance with recognized professional duties, standards and ethics. 

• Art.18. Lawyers shall not be identified with their clients or their clients' causes as a result of discharging their functions. 

5. Comply with all the provisions of the United Nations Declaration on Human Rights Defenders adopted on December 9, 1998 by the United Nations General Assembly, in particular with: 

• its Article 1, which provides that “everyone has the right, individually and in association with others, to promote and to strive for the protection and realization of Human rights and fundamental freedoms at the national and international levels”; 

• its Article 5(a) : “For the purpose of promoting and protecting Human rights and fundamental freedoms, everyone has the right, individually and in association with others, at the national and international levels (a) To meet or assemble peacefully” 

• its Article 6(a), which foresees that “everyone has the right, individually and in association with others, to participate in peaceful activities against violations of Human rights and fundamental freedoms” ; its Article 12.2, which provides that “the State shall take all necessary measures to ensure the protection by the competent authorities of everyone, individually and in association with others, against any violence, threats, retaliation, de facto or de jure adverse discrimination, pressure or any other arbitrary action as a consequence of his or her legitimate exercise of the rights referred to in the present Declaration” ; 

6. Ensure in all circumstances respect for human rights and fundamental freedoms in accordance with international human rights standards and international instruments ratified by Egypt. 

7. Egypt should abide by its March 2015 pledge at the conclusion of its Universal Periodic Review before the United Nations Human Rights Council to “respect the free exercise of the associations defending human rights.” This should include allowing groups to register under a new associations law that parliament should draft following consultation with independent groups, and which should abide by article 75 of the constitution, which protects groups from interference by the government. The law should comply with international standards on freedom of association. 

The Human Rights Council and its member states should condemn the current crackdown in Egypt and demand concrete measures to improve respect for fundamental human rights.

It also requests the European Union to exert pressure upon the Egyptian government by economic sanctions, in particular the discontinuation of arms supply, in order to make it respect human rights. Under no circumstances must there be a refugee agreement similar to that with Turkey because neither Turkey nor Egypt are safe third countries.
=============================================================

Sharif Mostofa Helal, Chairman
Advocate Shahanur Islam, Secretary General
JusticeMakers Bangladesh, email: jmbangladesh@gmail.com
www.justicemakersbd.blogspot.com, https://web.facebook.com/JusticeMakersBangladesh/

Advocate Mohamaad Alamgir, President
Advocate Shahanur Islam, Secretary General
Lawyers for Lawyers Bangladesh, email: ad.mohammadalamgit@gmail.com
https://web.facebook.com/Lawyers-for-Lawyers-Bangladesh-262200420628030/

Advocate Nazmul Haque Shah Chowdhury, President
Advocate Shahanur Islam, Secretary General
Bangladesh Institute of Human Rights, email: bihr.bd@gmail.com
www.bihrbd.blogspot.com, https://web.facebook.com/BIHR.BD

Wednesday, November 15, 2017

সমকামী অধিকার কর্মীকে হত্যার হুমকি

 সমকামীদের অধিকার আদায়ের কর্মী জুলহাস মান্নানের হত্যাকাণ্ডের দেড় বছরের মাথায় এসে


সমকামীদের আরেক কর্মীকে হত্যার হুমকি দিয়েছে সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা।


গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে অ্যাডভোকেট শাহানুর ইসলাম সৈকত নামের ওই সমকামী অধিকার কর্মীকে দুই দফায় মোবাইল ফোনে কল করে হত্যার হুমকি দেয় অপরিচিত ব্যক্তিরা।
সৈকত নওগাঁ জেলায় আইন পেশায় ‍যুক্ত। তিনি সমকামীদের মানবাধিকারকর্মী, ব্লগার ও সুইজারল্যান্ডভিত্তিক জাস্টিসমেকার্সের ফেলো (২০১০)।
এর আগে গত অক্টোবরের ১৯ ও ২৩ তারিখে তাঁকে দুবার হত্যার হুমকি দিয়ে ফোন করা হয়। এ ছাড়া ফেসবুকেও একাধিকবার তাঁকে জীবননাশের হুমকি দেওয়া হয়। এরপর তিনি পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে ২৭ অক্টোবর থানায় সাধারণ ডায়েরি করেন। তবে এখনো এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
বর্তমানে সৈকত শঙ্কায় রয়েছেন। তিনি বলেন, জঙ্গি গোষ্ঠীরা তাঁকে মোবাইল ফোনে ও ফেসবুকে হুমকি দিচ্ছে।

সমকামী অধিকার কর্মী শাহানুর ইসলাম সৈকত। বেনারনিউজ
ডায়েরিতে সৈকত জানান, ২৩ অক্টোবর বিকেলে যুক্তরাজ্যের কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইলে ফোন করে এক ব্যক্তি তাঁকে গালমন্দ করে সমকামীদের অধিকারের পক্ষে লেখালেখি বন্ধ করতে বলে। অন্যথায় চিরতরে লেখালেখি বন্ধ করার জন্য পরপারে পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়।
এর আগে ১৯ অক্টোবর সিঙ্গাপুরের কান্ট্রি কোডযুক্ত আরেকটি নম্বর থেকে ফোন করে একই ধরনের হুমকি দেওয়া হয় বলেও সৈকত ডায়রিতে উল্লেখ করেন।
সৈকত তাঁর ডায়রিতে দুটি ফোন নম্বরই উল্লেখ করেছেন।
এছাড়া গত বৃহস্পতিবার রাত ১১টার পরে বাংলাদেশি দুটি নম্বর থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলে বেনারকে জানান সৈকত। তবে সর্বশেষ ঘটনাটি তিনি পুলিশকে জানাননি।
“আমাকে আবারও জঘন্য ভাষায় গালাগালি করে বলে, আমি নাকি নাস্তিক এবং আমাকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। জঙ্গিরা ছাড়া এ কাজ আর কেউ করতে পারে না। আমি খুব ভয়ে আছি। এবারের বিষয়টি পুলিশকে জানাইনি। তাদের জানিয়ে কী হবে? তারা তো ধরবে না,” বেনারকে বলেন সৈকত।
‘প্রযুক্তির অভাবে ধরা যাচ্ছে না’
হুমকিদাতাদের কাউকে শনাক্ত করতে না পারার বিষয়ে নওগাঁ সদর সার্কেলের এএসপি হিমেল রায় বলেন, “অ্যাডভোকেট সাহেব জিডি করেছেন। উনাকে যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে সেগুলো বাংলাদেশের নয়। এগুলো চিহ্নিত করার প্রযুক্তি জেলা পর্যায়ের পুলিশের কাছে নেই। ঢাকায় আমাদের সাইবার ল্যাব ও ফরেনসিক ল্যাব আছে। ঘটনাটি সেখানে পাঠিয়ে তদন্ত করে বের করার চেষ্টা আছে।”
২০১৬ সালের ২৫ মার্চ জঙ্গি গোষ্ঠী আনসার-আল-ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের হাতে ঢাকার কলাবাগানের নিজ বাসভবনে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও সমকামীদের মানবাধিকার বিষয়ক ম্যাগাজিন রূপবানের সম্পাদক জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় নৃশংস খুনের শিকার হন। হত্যার আগে তাদের মোবাইল ফোন ও ফেসবুকে হুমকি দেওয়া হয়েছিল।
আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে পুলিশ নিশ্চিত হলেও তারা এর তদন্তকাজ এখনো শেষ করতে পারেনি।
সমকামী ও অন্যান্য যৌন সংখ্যালঘুদের নিয়ে কাজ করা একটি বেসরকারি প্রতিষ্ঠানের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বেনারকে বলেন, জুলহাস মান্নান ও তনয় হত্যার বিচার না হওয়ায় জঙ্গিরা আশকারা পেয়ে গেছে। এখন তাদের লক্ষ্য সমকামীদের অধিকার নিয়ে কথা বলা বাকি ব্যক্তিদের হত্যা করা।
“পুলিশের কাছে গেলে তারা উল্টো আমাদের নিয়ে বাজে মন্তব্য করে। যে কারণে যৌন সংখ্যালঘুরা পুলিশের কাছে যেতে নিরাপদ বোধ করেন না,” জানান ওই কর্মকর্তা।
https://www.benarnews.org/bengali/news/lgbt-11152017125508.html