Thursday, May 31, 2012

আর্জেন্ট আপীলঃ বি এস এফ এর নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যুর ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক।

 বি এস এফ এর নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যুর ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক।

আজ ১৫ ফেব্রুয়ারী২০১২ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সীমান্তে নির্যাতনে বাংলাদেশির মৃত্যু  শীর্ষক সংবাদ থেকে জানা যা যেগত সোমবার রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের মিজানুরসহ আট-দশজন হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। রাত আনুমানিক তিনটার দিকে গরু নিয়ে বাংলাদেশে আসার পথে ভারতের হিলি থানার আগ্রা মাহালি পাড়ার কাছে (সীমান্ত থেকে প্রায় এক হাজার গজ দূরত্ব) পৌঁছালে আগ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মিজানুরকে আটক করেন অন্যরা পালিয়ে যায়  মিজানুরের সঙ্গীরা বলেনগতকাল ভোরে তাঁরা আবার ভারতের ওই এলাকায় গিয়ে দেখেনমিজানুর গুরুতর আহত। তাঁরা মিজানুরকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন সঙ্গীদের অভিযোগনির্মম নির্যাতন করার পর বিএসএফের সদস্যরা মিজানুরকে সীমান্তের কাছে ফেলে রাখেন। ঘটনাটি মানবাধিকারের চরম লংঘন ও যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে।


Wednesday, May 30, 2012

পুলিশ কর্তৃক নারীর শ্লীলতাহানী এবং আইনজীবী ও সাংবাদিক নির্যাতনে জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন

 
আইন-শৃংখলা রক্ষাকারী বাহীনির হাতে ক্রমাগত মানবাধিকার লংঘনের ঘটনায় জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন। জাস্টিসমেকার্স বাংলাদেশ অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, গত কিছুদিন যাবৎ আইন শৃংখলা রক্ষাকারী বাহীনি তাদের কাজকর্ম ও আচরনে বেপরোয়া ও আক্রমনাত্বক হয়ে উঠেছে। গত ২৬ তারিখে আগারগাঁও মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে পেশাগত দ্বায়িত্ব  পালন কালে পুলিশ কর্তৃক তিন ফটো সাংবাদিককে নির্যাতন করে। তাছাড়া, গতকাল ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালতে বিচার প্রার্থী এক মহিলাকে আদালত সংলগ্ন পুলিশ ক্লাবে নিয়ে পুলিশের উর্দ্ধতন সদস্যের উপস্তিতিতে পুলিশ সদস্য তার শ্লীনতাহানী করে এবং সে ঘটনার সংবাদ সংগ্রহকারী সাংবাদিক ও প্রতিবাদকারী আইনজীবীদের শারীরিকভাবে নির্যাতন করে।


মানবাধিকার সংঘটন জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত উল্লেখিত মানবাধিকার লংঘনজনিত ঘটনায় অতীব উদ্বিগ এবং তীব্র ক্ষোভ পকাশ করছে। দেশের মানুষ সমস্যায় পড়লে  তাৎক্ষনিক সহযোগীতার জন্য যেখানে পুলিশের সাহায্যপ্রার্থী হন, সেই পুলিশ সদস্য যদি সাহায্য প্রার্থী নাগরিকের মানবাধিকার লংঘনের সাথে সরাসরি যুক্ত হয়, তবে দেশের মানুষের সার্বিক নিরাপত্তা হুমকির মুখে পরে। তাই সংঘটন জাস্টিসমেকার্স বাংলাদেশ উল্লেখিত ঘটনাগুলোর সুষ্ঠু ও নিপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোড় দাবী জানাচ্ছে।

তাছাড়া, জাস্টিসমেকার্স বাংলাদেশ সাংবাদিকদের পুলিশ থেকে নিরাপদ নিরাপদ দুরুত্বে অবস্থান করে সংবাদ সংগ্রহের পরামর্শ দেওয়া সংক্রান্ত  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। জাস্টিসমেকার্স বাংলাদেশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মত সরকারের একজন গুরুত্বপূর্ন ব্যক্তির এরূপ দায়িত্বহীন বক্তব্যর পুলিশ বাহীনির কর্মকান্ড ও অচরন তাদের বেপরোয়া কর্মকান্ডকে উৎসাহিত করবে। পুলিশ আইনের প্র

Tuesday, May 1, 2012

আর্জেন্ট আপীলঃচাঁদা না দেওয়ায় ট্রাকচালককে পুলিশের মারধর করার ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক।

 বরাবর,

চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
গুলফেঁশা প্লাজা,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক
মগবাজারঢাকা-১২১৭।

বিষয়ঃ চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে পুলিশের মারধর করার ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন প্রসংগে।

মহোদয়,
মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন।

জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত।

 

আজ ১১ ফেব্রুয়ারী, ২০১২ ইং তারিখে  ি রথম আলো পতি প্রকাশিত চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে পুলিশের মারধর! শীর্ষক সংবাদ থেকে জানা জায় যে, গত ০৯ ফেব্রুয়ারী ২০১২ ইং তারিখ বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমদানি করা তুলাবোঝাই ট্রাক নিয়ে মিজানুর রহমান ঢাকার উদ্দেশে রওনা দেন। গতকাল সকাল সাতটার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে নদী পার হওয়ার জন্য তিনি লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় দৌলতদিয়া নৌ-ফাঁড়ির কনস্টেবল শমসের আলী তাঁর কাছে ২০০ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে কনস্টেবল শমসের তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির আঘাতে তাঁর চোখ ও মুখমণ্ডল গুরুতর জখম হয়। পরে তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসা নেন। ঘটনাটি মানবাধিকারের চরম লংঘন  যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে।

এমতাবস্থায়, জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে । কেননা, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ব।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে জাষ্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে সংশ্লিষ্ট বিষয়টির যথাযথ ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করতে বিশেষ আগ্রহী।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে।


গভীর আন্তরিকতার সাথে-


এডভোকেট শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান); এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালকজাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাবাইলঃ +৮৮ ০১৭ ২০৩০৮০৮০, +৮৮ ০১৫ ৫৪৬০৪১৬০
ইমেইলঃ saikotbihr@gmail.comshahanur@justicemakersbd.org, ceo@ justicemakersbd.org
www.shahanur.blogspot.com, www. justicemakersbd.blogsot.com, www.justicemakersbd.org 

সংযুক্তিঃ  http://www.prothom-alo.com/detail/date/2012-02-11/news/223758