নওগাঁর ধামুইরহাটে অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।
অজ্ঞাতনামা দূর্বৃত্ত
কর্তৃক ধামুইরহাটের কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা বাংলাদেশের
সকল ধর্মের নাগরিকের মৌলিক মানবাধিকার স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারের ওপর সরাসরি
হুমকি বলে মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ মনে করে।
জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্টাতা মহাসচিব ও বিশিষ্ট মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত উক্ত ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্তপূর্বক দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানিয়েছে।
একই সাথে ক্ষতিগ্রস্থ
মন্দির ও প্রতিমা পূনঃনির্মান ও পূনঃস্থাপনসহ ভবিষ্যতে যেন এলাকার সংখ্যালঘু হিন্দু
সম্প্রদায় নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে সেই পরিবেশের নিশ্চয়তার প্রদানের জন্য
উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আহবান জানিয়েছে অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত।
এখানে বিশেষভাবে
উল্লেখ্য যে, গত ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ, রোজ সোমবার দিবাগত রাত ১১ঘটিকার সময় কতিপয় দুর্বৃত্ত নওগাঁ জেলার
ধামুইরহাট উপজেলার আলমপুর
ইউনিয়নের পশুরামপুর নামক এলাকার মন্দিরে প্রবেশ করে ভিতরে অগ্নিসংযোগ চালিয়ে কালী মূর্তির
মাথা বিচ্ছিন্নসহ মূর্তির উভয় হাত ভেঙে ফেলে।
No comments:
Post a Comment