Sunday, October 9, 2022

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা মিরপুরে যৌন সংখ্যালঘু সমকামী গে কিশোরকে আটিক রেখে নির্যাতন ও মুক্তিপন আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

 


সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জে বাসবাসরত এক যৌন প্রবৃত্তগত সংখ্যালঘু সমকামী/গে কিশোরকে সমকামীতার ফাঁদে ফেলে ঢাকা মিরপুর এলাকার এক বাসায় আটক রেখে শারীরিক নির্যাতন ও মুক্তিপন আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

 

একই সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিতপূর্বক গ্রেফতার করে বিচারান্তে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ।

 


গতকাল ০৮ আগস্ট ২০২২ (শনিবার) তারিখে বাংলাদেশি নিউজ চ্যানেল ডিবিসি নিউজে প্রচারিত খবর অনুযায়ী জানা যায় যে, ঢাকার কেরানীগঞ্জের সদ্য এসএসসি পরীক্ষায় অবতীর্ণ এক কিশোরের ফেসবুকের মাধ্যমে মোর্শেদ নামের এক ছেলের পরিচয় হয়। এক পর্যায়ে অভিযুক্ত মোর্শেদ সমকামী প্রেমের ফাঁদে ফেলে ভুক্তভোগী সমকামী/গে কিশোরকে ঢাকা মিরপুরে দেখা করতে বলে।

 

অভিযুক্ত অপরাধী মোর্শেদের সাজানো ফাঁদে পা দিয়ে ভুক্তভোগী সমকামী কিশোর মিরপুর উপস্থিত হলে অভিযুক্ত মোর্শেদ তাকে একটি বাসায় নিয়ে আরো ৪/৫জন অভিযুক্ত অপরাধী সহযোগে তাকে একটি বাসায় আটক রাখে এবং শারীরিকভাবে নির্যাতন করে আহত করে।

 

একপর্যায়ে, অভিযুক্ত অপরাধীরা ভুক্তভোগী কিশোরের পিতা মাতাকে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে, অন্যথায় ভুক্তভোগী সমকামী/গে কিশোরকে হত্যার হুমকি প্রদান করে। পুত্রকে বাঁচাতে ভুক্তভোগী সমকামী/গে কিশোরের পরিবার অভিযুক্ত অপরাধীদের বিকাশ ও নগদ আপসের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ প্রদান করে তাকে মুক্ত করে।


 

পরবর্তিতে, ভুক্তভোগী সমকামী/গে কিশোরের পরিবার অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করলে গোয়েন্দা পুলিশ তিনজন অভিযুক্ত অপরাধীকে গ্রেফতার করে। মূল আসামি পলাতক রয়েছে।

  
বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের মহাসচিব এবং প্রখ্যাত আইনজীবী ও সমকামী অধিকার কর্মী অ্যাডভোকেট শাহানুর ইসলাম যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী/গে কিশোরকে আটক রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করেন।

 

সারাদেশে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী সম্প্রদায়ের ব্যক্তিরা প্রতিনিয়ত নির্যাতন, অপহরণ, খুন, অপমান, অবহেলা, বৈষম্য, বঞ্চনা, জোরপূর্বক বিবাহ প্রদানের মত মৌলিক মানবাধিকার লংঘনের শিকার হচ্ছে।

 

কিন্তু পারিবারিক ও সামজিক অগ্রহণযোগ্যতা ও অসহিষ্ণুতা,রাষ্ট্রীয় পীড়ন, অস্বীকৃতি ও বৈষম্যমূলক আচরণ এবং সমকামীতাকে রাষ্ট্রীয় আইনে অপরাধ হিসেবে গন্য করে বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৭ধারা আজও বিদ্যমান থাকায় শত কষ্টের মাঝেও সেসব মানবাধিকার লংঘন জনিত ঘটনার অধিকাংশই লোক চক্ষুর আড়ালে থেকে যায় বলে অ্যাডভোকেট শাহানূর ইসলাম মনে করেন।

 

অ্যাডভোকেট শাহানূর ইসলাম অবিলম্বে বাংলাদেশ দণ্ডবিধি ৩৭৭ ধারা বিলোপপূর্বক যৌন সংখ্যালঘু সমকামী লেসবিয়ান, গে, বাই সেক্সুয়াল ও ট্রান্সজেণ্ডার ব্যক্তিদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান করে তাদের সুরক্ষার জন্য আইন প্রনয় এবং অত্র ভুক্তভোগী সমকামী/গে কিশোরের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান।

No comments:

Post a Comment