Monday, November 7, 2022

কুষ্টিয়ায় যৌন সংখ্যালঘু রূপান্তরকামী মহিলা ইউনিয়ন পরিষদে সদস্য নির্বাচিত হওয়ায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের অভিনন্দন ও শুভকামনা!

বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী পায়েল খাতুন নির্বাচিত হওয়ায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।



গত ৪নভেম্বর ২০২২ তারিখে ভয়েস অব আমেরিকা এর বাংলা বিভাগের অনলাইন মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায় যে, বাংলাদেশের কুষ্টিয়া জেলায় নির্বাচিত ইউপি সদস্য যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী পায়েল খাতুন কুষ্টিয়া জেলায় তৃতীয় লিঙ্গের প্রথম নির্বাচিত জন প্রতিনিধি।





পায়েল এক হাজার ৬২৩ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। পায়েল খাতুন কাঞ্চনপুর ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের মো. লিয়াকত আলীর সন্তান।



এলাকাবাসী জানায়,পায়েল আগে পুরুষ ছিলেন। হঠাৎ করেই পায়েলের শরীরে পরিবর্তন দেখা দিলে ২০১০-১১ সালের দিকে কলকাতায় গিয়ে লিঙ্গ পরিবর্তন করেন পায়েল। পুরুষ থাকা কালীন তার নাম ছিল হেলাল। পায়েলের নেতৃত্ব প্রদানের গুণাবলী অনেক আগে থেকেই। সব সময় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান। যে কারণে এলাকায় তার অসম্ভব জনপ্রিয়তা রয়েছে। ফলস্বরুপ নির্বাচনে জয়লাভ করেন তিনি।



নির্বাচনে বিজয়ী হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে পায়েল খাতুন বলেন, যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। একজন জনপ্রতিনিধি হিসেবে সুখে-দুঃখে সব সময় এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।



তিনি আরও বলেন, “এলাকার উন্নয়নে যথাসাধ্য চেষ্টার পাশাপাশি, সমাজের পিছিয়ে পড়া নারীদের জীবন-যাত্রার মানউন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবো। আর, সাধারণ মানুষ যে বিশ্বাস নিয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের সেই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা থাকবে সবসময়।”



কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, “নিঃসন্দেহে তার বিজয় একটি ইতিবাচক ঘটনা। যেহেতু তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, চেয়ারম্যান হিসেবে পরিষদের পক্ষ থেকে সব সময় তাকে সহযোগিতা করা হবে।”



জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বিশিষ্ট আইনজীবী ও সমকামী অধিকারকর্মী অ্যাডভোকেট শাহানুর ইসলাম সৈকত শুধুমাত্র যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্য নির্যাচিত হওয়ায় অন্তরস্থল থেকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।



যৌন সংখ্যালঘু রূপান্তরিত নারী ইউনিয়ন পরিষদে সদস্য নির্বাচিত হওয়া সমাজের পচ্ছাদপদ জন্নগোষ্ঠীর জন্য ইতিবাচক ও উৎসাহ বাঞ্জক বলে আডভোকেট শাহানূর ইসলাম মনে করেন।



এই বিজয়ের মাধ্যমে যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারীদের বিরুদ্ধে সংঘটিত পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় সকল বৈষম্য, অবহেলা, নির্যাতনের বিরুদ্ধে বিজয় ও সমাজের মূল ধারায় অন্তর্ভূক্তির সুচনা বলেই আডভোকেট শাহানূর ইসলাম মনে করেন।



অ্যাডভোকেট শাহনূর ইসলাম সৈকত আরো বলেন গত বছর ঝিনাইদহ জেলায় কালীগঞ্জের ছয় নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নে যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, তাছাড়া, এ বছর জানুয়ারীতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ফুলহরি ইউনিয়নে যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী শম্পা খাতুন পপি সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচতিত হওয়ার ঘটনা সম সুযোগ পেলে যে, যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারীরা বাংলাদেশের উন্নয়নে নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত।



পরিশেষে, পরিবার, সমাজ, কর্মক্ষেত্র ও রাষ্ট্রীয়ভাবে যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী সহ সমকামী সম্প্রদায়ের ব্যক্তিদের প্রতি প্রতিনিয়ত ব্যপকভাবে চলমান বৈষম্যসহ বিভিন্ন ধরণের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করে তাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান পূর্বক দন্ডবিদির ৩৭৭ ধারা বাতিল করে তাদের সুরক্ষা প্রদানের জন্য সমকামী সুরক্ষা আইন প্রণয়নের জোড় দাবী জানিয়েছেন অ্যাডভোকেট শাহানুর ইসলাম সৈকত।

No comments:

Post a Comment