Friday, September 8, 2023

Statement : JMBF Expresses Deep Concern as Homosexuality is Presented in a Negative Light in Dainik Sangram

Paris, France: September 9, 2023 - The France-based human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) has expressed its profound dismay and concern over the negative portrayal of Bangladeshi homosexuals in the Daily Sangram newspaper, published in Dhaka.

The human rights organization calls upon the newspaper to issue an immediate apology for disseminating negative content regarding homosexuals and urges it to refrain from spreading further misinformation about homosexuality.

On June 24, 2023, the Bangla Jatiya newspaper, Dainik Sangram, published a report titled "The Increasing Prevalence of Homosexuality in Khulna," wherein it was stated that students in a majority of schools, colleges, and madrasahs were developing homosexual inclinations, leading to the creation of a distorted mindset. According to a leader of the Islamic youth movement, homosexuality is unequivocally abhorrent and the most reprehensible act in the world. The report also claimed that several nations had faced destruction due to homosexuality. Furthermore, the report asserted that homosexuality poses severe health risks, including the transmission of incurable diseases such as HIV/AIDS, as stated by a doctor from Khulna Medical College Hospital who characterized homosexuality as a manifestation of a complete mental disorder.

Advocate Shahanur Islam, the founder president of JusticeMakers Bangladesh in France (JMBF) and a prominent human rights lawyer, has expressed strong indignation and protest against the publication of negative reports on homosexuality based on inaccurate and distorted information in a national newspaper like Dainik Sangram. He believes that Dainik Sangram's publication of this report constitutes a deliberate attack on gay rights.

Advocate Shahanur Islam stated that in Bangladesh, where homosexuals still cannot openly express their identity, they continue to face discrimination in all aspects of life, including physical and mental violence, and even murder. Their lives are increasingly at risk due to such publications.

While the developed world, including the World Health Organization and the American Psychiatric Association, is striving to ensure the rights of homosexuals as a recognized sexual orientation, homosexuality is unjustly portrayed in Bangladesh as a depraved mentality, utterly despicable, and the worst possible act on earth. Misrepresentations like these have purportedly led to the destruction of several nations, including the spread of HIV/AIDS. Advocate Shahanur Islam apprehends that Bangladeshi citizens are being incited against homosexuals by the dissemination of reports containing inaccurate and distorted information about incurable diseases.

JusticeMakers Bangladesh in France (JMBF) calls for the immediate enactment and implementation of the Sexual Minority Protection Act by repealing Section 377 of the Penal Code to protect homosexuals, as sexual diversity is a natural and inherent biological aspect.

প্রেস বিবৃতি

দৈনিক সংগ্রাম পত্রিকায় সমকামীতাকে নেতিবাচক দৃষ্টিতে উপস্থাপন করায় জেএমবিএফ’র গভীর উদ্বেগ প্রকাশ!

প্যারিস, ফ্রান্সঃ ৯ সেপটেম্বর ২০২৩ -ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংগ্রাম প্রত্রিকায় বাংলাদেশী সমকামীদের নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করায় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।

সমকামীদের নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করায় পত্রিকাটিকে অবিলম্বে ক্ষমা প্রার্থনাসহ ভবিষ্যতে সমকামীতা সংক্রান্ত ভুল তথ্য পরিবেষণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মানবাধিকার প্রতিষ্ঠানটি।

গত ২৪ জুন ২০২৩ তারিখে বাংলা জাতীয় পত্রিকা দৈনিক সংগ্রাম এ “খুলনায় আশঙ্কাজনকহারে বাড়ছে সমকামিদের সংখ্যা” শীর্ষক প্রতিবেদন উল্লেখ করে যে, বেশিরভাগ স্কুল, কলেজ ও মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝেসমকামী কামনা তৈরি হওয়ায় তাদের বিকৃত মানসিকতা সৃষ্টি হচ্ছে। ইসলামী যুব আন্দোলনের এক নেতার বরাতে সমকামীতাকে সম্পূর্ণ ঘৃণিত ও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ এবং সমকামিতায় লিপ্ত থাকার কারণে কয়েকটা জাতি ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। চিকিৎসা শাস্ত্রে সমকামিতার কারণে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমকামীতার কারণে এইচআইভি এইডসসহ নানাবিধ দুরারোগ্য রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করে। একই সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বরাতে সমকামিতাকে সম্পূর্ণ মানসিক বিকৃতির বহিঃপ্রকাশ বলে প্রতিবেদনে আখ্যায়িত করেছে।

জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং বিশিষ্ট মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম দৈনিক সংগ্রামের মত একটি জাতীয় পত্রিকায় সমকামীতা নিয়ে ভুল ও বিকৃত তথ্যের ভিত্তিতে সমকামীতার বিষয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। দৈনিক সংগ্রাম সম্পূর্ণ উদ্দেশ্য প্রণদিতভাবে সমকামী অধিকারের উপর আঘাত হানতে প্রতিবেদনটি প্রকাশ করেছে বলে তিনি মনে করেন।

অ্যাডভোকেট শাহানূর ইসলাম বিবৃতে বলেন যে, বাংলাদেশে যেখানে সমকামীরা এখনো তাদের পরিচয় প্রকাশ করতে পারে না, শুধুমাত্র যৌন বৈচিত্র্যের কারনে এখনো তারা সর্বক্ষেত্রে বৈষম্যসহ বিভিন্নসময় শারীরিক, মানসিক সহিংসতা, এমন কি হত্যারও শিকার হয়,এরকম পরিস্থিতিতে দৈনিক সংগ্রাম পত্রিকায় সমাকামীদের নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করায় তাদের জীবন আরো বেশী অরক্ষিত হয়ে পরবে এবং সহিংসতার ঝুকি আরো বৃদ্ধি পাবে।

বিশ্বস্বাস্থ্য সংস্থ্যা ও আমেরিকান সাইক্রিয়াস্টিক এ্যাসোসিয়েশন সহ উন্নত বিশ্ব যখন সমাকামীতাকে স্বাভাবিক যৌন প্রবৃত্তি বলে স্বীকৃতি প্রদান করে তাদের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে,তখন সমকামীতাকে বিকৃত মানসিকতা, সম্পূর্ণ ঘৃণিত ও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ এবং সমকামিতায় লিপ্ত থাকার কারণে কয়েকটা জাতি ধ্বংস হওয়াসহ সমকামিতার ফলে এইচআইভি এইডসসহ নানাবিধ দুরারোগ্য রোগ হয় বলে ভুল ও বিকৃত তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশী নাগরিকদের সমকামীদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে বলে অ্যাডভোকেট শাহানূর ইসলাম বিবৃতে উল্লেখ করেন।

যৌন বৈচিত্রতা প্রাকৃতিক ও সহজাত জৈবিক বিষয় উল্লেখ করে অ্যাডভোকেট শাহানূর ইসলাম যৌন সংখ্যালঘু সমকামীদের সুরক্ষায় দণ্ডবিধির ৩৭৭ধারা বাতিলপূর্বক অবিলম্বে যৌন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন ও কার্যকরের আহ্বান জানিয়েছেন।

No comments:

Post a Comment