Monday, September 18, 2023

Statement: Strong Condemnation and Protest by JMBF over killing of a Bangladeshi citizen by BSF

Paris, France: September 18, 2023- JusticeMakers Bangladesh in France (JMBF), a France base human rights organization, strongly condemns and protests the killing of a Bangladeshi citizen, Mizanur Rahman (50), by the Indian Border Security Force (BSF) on September 15, 2023, at Beninpur border of Chuadanga, Bangladesh.

JMBF believes that the killing of an unarmed civilian by the BSF on the border is a gross violation of human rights. BSF personnel must exercise utmost caution and refrain from indiscriminate firing while performing their duties, so as to avoid any harm to civilians.

JMBF hopes that the governments of Bangladesh and India will take appropriate measures to stop the killings on the Bangladesh-India border, taking this incident seriously. At the same time, JMBF calls on the Indian government to take appropriate action against BSF personnel.

Advocate Shahanur Islam, founding president of JMBF, said, “This kind of killing by BSF is a threat to the people of Bangladesh and this kind of firing will deteriorate the security situation on the Bangladesh-India border. So, BSF must immediately stop this kind of killing.”

He further added in the statement, “BSF has killed Mizanur Rahman in cold blood, which is unacceptable in any way under international law. Therefore, exemplary punishment must be given to those involved in this killing through a proper investigation.”

“Even if Mizanur Rahman was involved in illegal human smuggling, BSF cannot kill him by firing. Therefore, BSF must immediately change its firing policy,” Advocate Shahanur Islam mentioned in the statement.

Best Regards,


Advocate Shahanur Islam
Founder President
JusticeMakers Bangladesh in France (JMBF)
Cell/WhatsUp/Signal: +33 (0)7 83 95 23 15


প্রেস বিবৃতি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)’র গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে জেএমবিএফ ‘র প্রতিবাদ!

প্যারিস, ফ্রান্সঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩- গত ১৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (৫০) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

জেএমবিএফ মনে করে, সিমান্তে বিএসএফের গুলি করে নিরস্ত্র মানুষকে হত্যার ঘটনাটি একটি চরম মানবাধিকার লঙ্ঘন। বিএসএফের সদস্যদের অবশ্যই তাদের দায়িত্ব পালন করার সময় নিয়ম মেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং নির্বিচারে গুলি চালানো থেকে বিরত থাকতে হবে, যাতে করে কোনোভাবেই বেসামরিক নাগরিকদের ক্ষতি না হয়।

জেএমবিএফ আশা করে, বাংলাদেশ ও ভারতীয় সরকার এই ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে বিএসএফ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জেএমবিএফ ভারতীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

জেএমবিএফের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহানূর ইসলাম বলেন, “বিএসএফের এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশের মানুষের জন্য হুমকিস্বরূপ এবং এ ধরনের গুলিবর্ষণ বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটাবে। তাই বিএসএফকে অবিলম্বে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে হবে”।

বিবৃতিতে তিনি আরো বলেন, “বিএসএফ মিজানুর রহমানকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করেছে, যা আন্তর্জাতিক আইনে কোন ভাবে গ্রহণযোগ্য নয়, তাই যথাযথ তদন্ত করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।“

“মিজানুর রহমান অবৈধভাবে মানুষ চোরাচালানের কাজে জড়িত থাকলেও বিএসএফ গুলি করে তাকে হত্যা করতে পারে না। তাই বিএসএফকে অবিলম্বে তাদের গুলিবর্ষণের নীতি পরিবর্তন করতে হবে” বলে অ্যাডভোকেট শাহানূর ইসলাম বিবৃতিতে উল্লেখ করেন।

শুভেচ্ছাসহ-


অ্যাডভোকেট শাহানূর ইসলাম
প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
মোবাইল/হোয়াটসআপঃ +৩৩৭৮৩৯৫২৩১৫

No comments:

Post a Comment