Monday, January 1, 2024

Statement: JMBF's Deep Concern and Protest Regarding the Incident of 6 Bangladeshis Killed, 4 Injured, and 7 Arbitrarily Arrested by BSF in December!

Paris, France; December 31, 2023: France-based human rights organization, JusticeMakers Bangladesh in France (JMBF), expresses grave concern and protests over the incident involving the killing of 6 Bangladeshi citizens through shooting, injuring 4 individuals by firing, and the arbitrary detention of 7 people by the Indian Border Guard Force (BSF) at the Bangladesh-India border in the last month (December).

Moreover, as the killing of unarmed Bangladeshi citizens by the BSF on the border constitutes a gross violation of international human rights law, the French-based human rights organization calls upon BSF members to exercise the utmost care in fulfilling their duties in accordance with international law.


According to various newspaper reports published in Bangladesh in December, JMBF learned that on December 29 at 9:30 pm, a Bangladeshi youth named Kawshar Ahmad (26), son of Ruson Mia of Dakshin Bagaia village of Rustumpur Union, was killed at the Bichhanakandi border in Sylhet. On December 16, Sajedur Rahman (27) and Khwaja Mainuddin (30), both cattle traders, were killed at Chuadanga Baradi border. On the night of December 3rd, Zahurul Islam (27) and Moklech (28) of Geruadangi village were killed at the Dabri border of Haripur upazila of Thakurgaon district by BSF. Rojibul Islam alias Rajan (30) of Nimail village of Parvatipur Union was shot dead by the Indian Border Guard Force (BSF) on the night of December 2 at Rokonpur Border in Radhanagar Union of Chapainawabganj.


Sujan of Gendukuri village of Tongbhanga union was injured by BSF shooting at the Gotamari border of Hatibandha upazila of Lalmonirhat on the morning of December 15. Idrish Ali (30) of Barosa village of Amjankhor union in the Ratnai border area of Baliadangi upazila of Thakurgaon was injured due to BSF shooting on the night of December 03. Habibur Rahman alias Chhutu (32) of Nurpara village of Barashashi union in Boda upazila of Panchgarh district was shot and injured at the same border by the Indian Border Guard Force (BSF). On December 05 afternoon, the Indian Border Security Force (BSF) intruded into the border pocket of Singimari Union in Hatibandha of Lalmonirhat, beating up an old woman named Zohra Begum, the wife of the deceased Chakaddir of the said village, and vandalizing her house.


On December 27 in the afternoon, while fishing in the Bay of Bengal near Mandarbaria in Sarankhola Range of Sundarban East Forest Division of Bagerhat, the Indian Border Guard Force (BSF) arbitrarily detained six fishermen, including Elias Hossain, Icha, Abul Hossain, Manik Mia, Russell Mia, and Raju Mia. On December 13 at 9 pm, a Bangladeshi college student named Khalek Mahmud Shanto (18), son of Ramzan Ali Kabiraj of Tongbhanga village, was arbitrarily arrested by the Indian Border Guard Force (BSF) at the border area of Hatibandha Upazila of Lalmonirhat.


Advocate Shahanur Islam, Founder President of Justice Makers Bangladesh in France (JMBF), strongly condemns and protests the indiscriminate firing, torture, and arbitrary detention of 6 Bangladeshi nationals, injuring 4 others, and arbitrarily detaining 7 Bangladeshi citizens at the border by BSF in December. He urges the BSF to refrain from this kind of human rights violation in the future.


Apart from this, Advocate Shahanur Islam calls upon the Indian government to take into account every incident of violence that took place on the India-Bangladesh border in the past, including the incidents of border violence that occurred in the last month, and to provide exemplary punishment to the accused BSF members after proper investigation.


The BSF is constantly firing on the border of Bangladesh, killing, injuring, and arbitrarily arresting Bangladeshi citizens without obeying the prevailing international law, which is not acceptable in this century. Therefore, Advocate Shahanur Islam urges BSF to immediately stop incidents of human rights violations, including killings, injuries, torture, and arbitrary detention by Bangladesh and India.


Regards -


Advocate Shahanur Islam
Founder President
Justicemakers Bangladesh in France (JMBF)
Mobile/Whatsapp: +33783952315
Email: saikotbihr@gmail.com

প্রেস বিবৃতি: বিএসএফ কর্তৃক ডিসেম্বরে ০৬ বাংলাদেশী হত্যা, ০৪ জন আহত এবং ০৭ জন স্বেচ্ছাচারী আটকের ঘটনায় জেএমবিএফ এর গভীর উদবেগ ও প্রতিবাদ!

প্যারিস, ফ্রান্স; ৩১ ডিসেম্বর ২০২৩ গত এক মাসে (ডিসেম্বর )বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কর্তৃক গুলি করে ০৬ বাংলাদেশী নাগরিক হত্যা, ০৪ জন আহত,এবং ৭জন স্বেচ্ছাচারী আটকের ঘটনায় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।


পাশাপাশি, সীমান্তে বিএসএফ কর্তৃক গুলি করে নিরস্ত্র বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন মর্মে বিএসএফ সদস্যদের দায়িত্ব পালনে আন্তর্জাতিক আইন মেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেড় আহ্বান জানিয়েছে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠানটি।


ডিসেম্বর মাসে বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন পত্রিকার খবরে জেএমবিএফ জানতে পারে যে, গত ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় সিলেটের বিছানাকান্দি সীমান্তে রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশি যুবকে, গত ১৬ ডিসেম্বর গভীর রাতে চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে ভারতের অভ্যন্তরে দর্শনা থানার ছয়ঘড়িয়া বেকা রাস্তাপাড়া এলাকার বাসিন্দা মো. হায়দার আলীর ছেলে মো. সাজেদুর রহমান (২৭) ও মো. শরীয়তউল্লাহর ছেলে মো. খাজা মইনুদ্দীন (৩০) নামক দুই গরু ব্যবসায়ীকে,গত ০৩ ডিসেম্বর দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে গেরুয়াডাঙ্গী গ্রামের আবদুল বাসেদের ছেলে জহুরুল ইসলাম (২৭) ও নজরুল ইসলামের ছেলে মো. মকলেছ (২৮)কে,গত ০২ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে পার্বতীপুর ইউনিয়নের নিমইল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রোজিবুল ইসলাম ওরফে রজন (৩০) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বি এস এফ) গুলি করে হত্যা করে।


গত ১৫ ডিসেম্বর ভোররাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গোতামারী সীমান্তে টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামের সুজন,গত ০৩ ডিসেম্বর দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকায় আমজানখোর ইউনিয়নের বারোসা গ্রামের দুলু মোহাম্মদের ছেলে ইদ্রিশ আলী (৩০), গত ০২ ডিসেম্বর দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় বড়শশী ইউনিয়নের নুরপাড়া সীমান্তে উক্ত গ্রামের হামিদুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ওরফে ছুটু (৩২) কে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে আহত করে। এবং ০৫ ডিসেম্বর দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় সিংগীমারী ইউনিয়নের পকেট নামক সীমান্তে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অনুপ্রবেশ করে উক্ত গ্রামের মৃত ছকদ্দিরের স্ত্রী জোহরা বেগম নামের এক বৃদ্ধাকে মারধর ও তাঁর বাড়িঘর ভাঙচুর করে।


২৭ ডিসেম্বর বিকেলে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের মান্দারবাড়িয়া সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারসহ ইলিয়াস হোসেন, জেলে মো. ইছা, আবুল হোসেন, মানিক মিয়া, রাসেল মিয়া ও রাজু মিয়া নামক জেলেদের এবং গত ১৩ ডিসেম্বর রাত ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্ত এলাকা থেকে টংভাঙ্গা গ্রামের রমজান আলী কবিরাজের ছেলে খালেক মাহমুদ শান্ত (১৮) নামে এক বাংলাদেশি কলেজছাত্রকে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) স্বেচ্ছাচারীভাবে আটক করে নিয়ে যায়।


জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহানূর ইসলাম বিএসএফ কর্তৃক সীমান্তে ডিসেম্বর মাসে গুলি করে ৬জন বাংলাদেশী নাগরিক হত্যা,৪জনকে আহত করা ও ৭জন বাংলাদেশে জেলে ও ছাত্রকে স্বেচ্ছাচারী আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সীমান্তে নির্বিচারে গুলি বর্ষন, নির্যাতন ও স্বেচ্ছাচারী আটক করা থেকে বিরত থাকতে বিএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন।


পাশাপাশি, গত একমাসে সংঘটিত সীমান্ত সহিংসতার ঘটনাগুলোসহ অতীতে ভারত বাংলাদেশ সীমান্তে সংঘটিত সহিংসতার প্রতিটি ঘটনা গুরুত্বসহকারে আমলে নিয়ে যথাযথ তদন্তপূর্বক অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ভারতীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম।


বিএসএফ প্রচলিত আন্তর্জাতিক আইনের প্রতি শ্র্বদ্ধাশীল না হয়ে প্রতিনিয়ত ভাবত বাংলাদেশ সীমান্তে গুলি করে বাংলাদেশী নাগরিকদের হত্যা, আহত ও স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটিয়ে চলেছে, যা এই একাবিংশ্ব শতাবদ্ধীতে কোনভাবে গ্রহণ যোগ্য নয়। তাই বিএসএফকে অবিলম্বে বাংলাদেশ ভারত গুলি করে হত্যা, আহত, নির্যাতন, স্বেচ্ছাচারী আটক সহ সকলকার মানবাধিকার লংঘনজনিত ঘটনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম।




শুভেচ্ছাসহ-




অ্যাডভোকেট শাহানূর ইসলাম
প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
মোবাইল/হোয়াটসআপঃ +৩৩৭৮৩৯৫২৩১৫

No comments:

Post a Comment