A Human Rights Organization for Ensuring Justice, Rehabilitation and Development
Friday, July 1, 2022
JusticeMakers Bangladesh concerns over the arrest of lesbian girl in Meherpur
মেহেরপুরে সমকামীতা ঠেকাতে অপহরণ মামলা দায়েরপূর্বক জেল হাজতে প্রেরণের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ।
মেহেরপুরে সমকামীতা ঠেকাতে এক যৌন সংখ্যালঘু
সমকামী তরূনীর
বিরুদ্ধে অপহরণ মামলা দায়েরপূর্বক জেল হাজতে প্রেরণের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান
জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।
একই সাথে উক্ত ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িত অপরাধীকে
বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে জাস্টিসমেকার্স বাংলাদেশ
।
গত ৩০ জুন ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে অনলাইন পত্রিকা দেশদর্পণ ডট কম এ প্রকাশিত খবর অনুযায়ী যানা যায় যে, মেহেরপুরে দুই তরুনীর সমকামীতা ঠেকাতে এক তরুনীর নামে অপহরণ মামলা করেছে অপর এক তরুনীর মা। এ ঘটনায় গত বুধবার (২৯ জুন) তানিয়া খাতুন (২১) নামের এক তরুনীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আটক ওই তরুনী মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের মুবারক আলীর মেয়ে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।