Thursday, October 20, 2022

গাইবান্ধায় দলিত কিশোরী ধর্ষণের ঘটনায় মানবাধিকার প্রতিষ্টান জাস্টিসমেকার্স বাংলাদেশের উদ্বেগ ও প্রতিবাদ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী দলিত (রবিদাস জনগোষ্ঠী) কিশোরী ধর্ষণের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে

একই সাথে উল্লেখিত ধর্ষণের সাথে জড়িত  ধর্ষনকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে জাস্টিসমেকার্স বাংলাদেশ।

বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় উদাখালী ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী দলিত কিশোরীকে অত্র ইউনিয়নের জনৈক ময়নাল দীর্ঘদিন ধরে প্রতিবন্ধিতা ও দারিদ্রতার সুযোগে ধর্ষণ করে আসছিল।

সেই মেয়ে এক পর্যায়ে গর্ভবর্তী হলে আসামী ময়নাল তার শ্বশুরবাড়ী নিয়ে গিয়ে গর্ভপাত করায়। গর্ভপাতকালে ভিকটিম অসুস্থ হয়ে গেলে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করলে এলাকার লোক বিষয়টি জানতে পারে।

ভিকটিমের মামা নিরব রবিদাস বাদী হয়ে ফুলছড়ি থানায় এজাহার দায়ের করে।

জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্টাতা মহাসচিব ও বিশিষ্ট মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত উক্ত ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্তপূর্বক দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানিয়েছে

একই সাথে ভুক্তভোগী ও তার পরিবারকে উপযূক্ত ক্ষতিপূরণ প্রদান ও সামাজিকভাবে পূনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আহবান জানিয়েছে অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত

No comments:

Post a Comment